প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৫ ০১:১৪:৩১ || পরিবর্তিত: ০৯ জানুয়ারী, ২০২৫ ০১:১৪:৩১
প্রজন্মপ্রতিদিন: সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সময় পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসেও আগুন ছড়িয়ে পড়ে। ফলে অ্যাম্বুলেন্সে থাকা চারজন নিহত হয় এবং দুইটি বাসের লকারে থাকা প্রায় ৫০টি ছাগল আগুনে পুড়ে মারা যায়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বিষয়টি জানা যায়। এর আগে রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
রফিক নামে এক পথচারী বলেন, রাতে একটি অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ থেকে দুইটি চলন্ত বাসে আগুন লাগে। পরে সকালে এসে দেখি পুড়ে যাওয়া বাসের লকারে ৫০টি ছাগল পুড়ে মারা গেছে।
সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনচার্জ মেহেরুল বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউনে ঢাকামুখী লেনে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে পেছনে থাকা বাসে আগুন ধরে যায়। সে সময় ওই বাসের পেছনে থাকা আরও একটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাম্বুলেন্স থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পুড়ে যাওয়া একটি বাসের লকারে অর্ধশতাধিক ছাগল পাওয়া গেছে। সবগুলো দগ্ধ হয়ে মারা গেছে। ছাগলগুলো রাজধানীতে নেওয়া হচ্ছিল।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
বিএইচ
ইসরাইলকে শাস্তি না দিলে আক্রমণের হুঁশিয়ারি ইরানের
আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে হবে জুলাই শহীদদের
পটিয়ায় পুলিশের বিশেষ অভিযানে চোরাই ২ অটোরিকশাসহ গ্রেপ্তার ৭
অপরাধীদের ছাড় নয়, কঠোরভাবে দমন করতে হবে : ডিএমপি কমিশনার
৫ দফা দাবিতে জুলাই ঐক্যের কফিন মিছিল কাল ‘১৬ জুলাই’
ঘুষের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ৬ হাইওয়ে পুলিশ প্রত্যাহার
মা ও দুই শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যা: দেবরকে আসামি করে মামলা
ভারি বৃষ্টির শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা