প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২৫ ০৮:৪১:৪০ || পরিবর্তিত: ০৬ জানুয়ারী, ২০২৫ ০৮:৪১:৪০
প্রজন্ম ডেক্স: বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে হারের দেখা পেল জিম্বাবুয়ে।মাঝে জয়ের আশা জাগলেও শেষ পর্যন্ত ৭২ রানে হেরে যায় স্বাগতিকরা। আফগানিস্তানের দেয়া ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০৫ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। ম্যাচে ১১ উইকেট নেন আফগান অলরাউন্ডার রশিদ খান। প্রথম টেস্ট ড্রয়ের পর এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতলো সফরকারীরা।
শেষ টেস্টের প্রথম ইনিংসে আগে ব্যাট করে ১৫৭ রানে গুঁটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। জবাবে নিজেদের প্রথম ইনিংসে জিম্বাবুয়ে সংগ্রহ করে ২৪৩ রান। ৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকরা। অসাধারণ বোলিংয়ে দলীয় ৬৯ রানে ৫ উইকেট নিয়ে আফগানদের চেপে ধরে জিম্বাবুয়ের বোলাররা। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। ষষ্ঠ উইকেটে রহমত শাহ ও শহিদুল্লাহর জুটি থেকে লিড আসতে শুরু করে। শহিদুল্লাহ আউট হলে ব্যাট হাতে অভিষেক টেস্টে দারুণ সাফল্য দেখে ইসমত আলম। ব্যক্তিগত সেঞ্চুরিসহ সপ্তম উইকেটে রহমতের সঙ্গে গড়েন ১৩২ রানের অসাধারণ জুটি। টেস্টে সপ্তম উইকেটে আফগানদের সর্বোচ্চ রানের জুটি এটি। ব্যক্তিগত ১৩৯ রান খেলে আউট হন আগের টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো রহমত। এর পরের উইকেটে রশিদ খানের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন ইসমত। ব্যক্তিগত ১০১ রানে আউট হন ডানহাতি এই ব্যাটার। জিম্বাবুয়েকে ২৭৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় আফগানরা। রান তাড়ায় স্বাগতিকদের একাই গুড়িয়ে দেন রশিদ খান। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে একাই নেন ৭ উইকেট। ৬৬ রান খরচে ক্যারিয়ার সেরা বোলিং করেন রশিদ। এই নিয়ে দ্বিতীয়বার ৭ উইকেট নিলেন তিনি। আগেরবারও প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। ২০২১ -এ ১৩৭ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন রশিদ। দলীয় ৪৩ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর রশিদ খানের ঘুর্নিতে পড়ে আসা-যাওয়া চলতে থাকে জিম্বাবুয়ের ব্যাটারদের। অধিনায়ক ক্রেইগ এরভিনের ব্যক্তিগত ফিফটিই এদিনের একমাত্র পাওয়া জিম্বাবুয়ের। ২০৫ রানে শেষ হয় স্বাগতিকদের ইনিংস। ১১ উইকেট নিয়ে ম্যাচ সেরা রশিদ খান। ম্যাচে ব্যাট হাতেও দুই ইনিংস মিলে আফগান এই অলরাউন্ডার করেন ৪৮ রান। এখন পর্যন্ত ছয় টেস্ট খেলে ৪৫ উইকেট নিয়েছেন রশিদ। দুই ম্যাচে ৩৯২ রান করে সিরিজ সেরার পুরস্কার ওঠে রহমত শাহর হাতে।
প্রজন্মনিউজ২৪/ এমএস শেখ
দুই ব্রাজিলিয়ানের তাণ্ডবে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিলো রিয়াল
দল জিতিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন রোনালদো
বিপিএল ইতিহাসে এমন ফিফটি আগে দেখেনি কেউই!
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্রধান উপদেষ্টা ঘোষিত সময়েই নির্বাচন: সিইসি
কী আছে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে