রূপচর্চা

লিপজেল দিলেও ঠোঁট ফাটে?

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৪ ০৩:২৪:৫২

লিপজেল দিলেও ঠোঁট ফাটে?

ডেস্ক রিপোর্ট:পরামর্শ দিয়েছেন—চর্ম, যৌন, অ্যালার্জি এবং হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন এবং ল্যাবএইড অ্যাস্থেটিক অ্যান্ড লেজার লাউঞ্জের কনসালটেন্ট ডা. মো. কামরুল হাসান চৌধুরী


প্রশ্ন: আমি একজন পুরুষ। বয়স ৩৫ বছর। ৪ বছর ধরে শীত এলেই আমার ঠোঁট ফাটে। শীতে নিয়মিত ভ্যাসলিন অথবা লিপজেল ব্যবহার করি, তারপরও ঠোঁট ফাটছে। মাঝেমধ্যে হাসলে ঠোঁট ফেটে রক্ত বের হয়ে যায়। কেন এমন হচ্ছে?


পরামর্শ: ঠোঁট আমাদের শরীরের অত্যন্ত সংবেদনশীল অংশ। এ অংশের ত্বক অত্যন্ত পাতলা। ফলে শীত ঋতুতে রুক্ষতার কারণে ঠোঁট ফাটার সমস্যা সাধারণ ঘটনা। নানা কারণে ঠোঁট ফাটার সমস্যা দেখা দিতে পারে। সাধারণত তৈলাক্ত গ্রন্থি না থাকায় ঠোঁট দ্রুত শুষ্ক হয়ে যায়। তাই অতিরিক্ত গরম অথবা তীব্র শীতে ঠোঁট ফাটার সমস্যা বেশি দেখা যায়। কারও যদি থাইরয়েডের সমস্যা থাকে, শরীরে ভিটামিন ডি ও আয়রনের ঘাটতি থাকে কিংবা অ্যালার্জি ও অটো ইমিউন ডিজিজ থাকে, তাঁদের ক্ষেত্রেও এ সমস্যা দেখা দিতে পারে। আবার কারও ক্ষেত্রে পানি কম খাওয়ার কারণে এমনটি হয়। বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানো, দাঁত দিয়ে ঠোঁট কামড়ানোর মতো কিছু বদভ্যাসের কারণেও এটি হতে পারে। এসব ক্ষেত্রে প্রথমত ভালো মানের লিপজেল ব্যবহার করুন। কিছু লিপজেলে সানবার্ন প্রতিরোধব্যবস্থা থাকে, এগুলো ব্যবহার করতে পারেন। মুখ ধোয়ার পর ও রাতে ঘুমানোর আগে ঠোঁটে লিপজেল লাগিয়ে নিন। প্রতিদিন পর্যাপ্ত পানি খান। আশা করি এতে সমস্যা কেটে যাবে। এরপরও অবস্থার উন্নতি না হলে একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয়ে সমস্যার কারণ নির্ণয় করে সুচিকিৎসা গ্রহণ করুন।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ