প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৪ ০১:০৭:০৭
নিজস্বডেক্স: এ সময়ের ব্যস্ত অভিনেতা আরশ খান। টেলিভিশন থেকে ইউটিউবকেন্দ্রিক নাটকে সরব উপস্থিতি তার। কয়েক বছরের ক্যারিয়ারে একশ’র বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। ইউটিউব প্ল্যাটফর্মে আরশের নাটক মানেই ভিউ।
অভিনয়ের পাশাপাশি সামাজিক ইস্যুতেও সরব উপস্থিতি আরশের। জুলাই বিপ্লবেও ছিলেন সরব। সম্প্রতি দায়িত্ব পেয়েছিলেন বিটিভির প্যাকেজ অনুষ্ঠান প্রিভিউ কমিটিতে। তবে গতকাল সেই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু কেন? তাঁর কথা শুনেছেন সুদীপ কুমার দীপ বিটিভির প্যাকেজ অনুষ্ঠান প্রিভিউ কমিটি থেকে পদত্যাগ করলেন কেন? এই কমিটিতে আমাকে বিবেচনার জন্য প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে। বাংলাদেশ টেলিভিশন ও মহাপরিচালকের কাছেও কৃতজ্ঞ। আমি আপ্লুত। এই সম্মান বয়ে বেড়াব সারা জীবন।
কিন্তু আমার শিল্পী পরিচয়ের পর আরো একটা বড় পরিচয় আছে, আমি আমজনতা। আমার শক্তি এবং সাহসের উৎস এটাই। আমাকে দেওয়া সম্মান বা সদস্য পদের জন্য আমি এখনো যোগ্য হয়ে উঠতে পারিনি। শিখছি, আরো শিখতে চাই।খুব খুশি এবং উপকৃত হবো আমার সদস্যপদ বাতিল করে আমার চেয়ে অগ্রজ কোনো যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিলে।
আমি এখনো এই দায়িত্ব পালন করার মতো পরিণত হয়ে উঠিনি। কিছু দিন ধরে রাইসুল তমাল ভাইয়ের ‘দোলন চাঁপা’ নামের একটি নাটকের শুটিং করছি। সেই নাটকে আমার চরিত্রটি করতে গিয়ে মনে হয়েছে অভিনেতা হিসেবেই অনেক কিছু শেখার বাকি আমার। প্রিভিউ কমিটির কাজ যাঁরা নাটক বানিয়ে আনবেন সেগুলোর বিচার করা। আমি যেখানে নিজের চরিত্রটাই আত্মস্থ করতে গিয়ে সিনিয়র অভিনেতার শরণাপন্ন হচ্ছি সেখানে একটা পূর্ণাঙ্গ নাটক বা ফিল্মের বিচার করব কিভাবে? কমিটি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা হচ্ছিল। তখনই কি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন?
আসলে সময় নিয়েছিলাম ভেবে দেখার। শেষ পর্যন্ত মনে হয়েছে যেটা সেটাই করেছি। এর মধ্যে কেটে গেছে ১৩ দিন। প্রতিদিনই ভেবেছি এই কমিটিতে আমার কাজ কী, সেটা পারব কি! আসলে আমাকে দিয়ে হবে না। অভিনেতা হিসেবেই যেখানে আমার কমতি আছে, সেখানে নির্মাতাদের বিচার করতে যাব কোন সাহসে? তাঁরা তো আমার দুর্বলতা ধরে ফেলবে। গতকালই চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম। আপনি তো জুলাই বিপ্লবে সরব ছিলেন। জয়ও এসেছে। এখনকার সামগ্রিক পরিস্থিতি কেমন দেখছেন?
দেখুন, একটা হাড় ভেঙে গেলে বা বড় কোনো রোগ হলে সারতে সময় লাগে। আমাদের দেশেও সেটা হয়েছে। এখন অপারেশন থিয়েটার থেকে মাত্র রোগীকে আনা হয়েছে। তাকে সুস্থ হতে তো সময় দিতে হবে। আমি সেই সময়টুকু দিতে চাই। সঙ্গে এটাও বলতে চাই, পূর্ণ সময় পাবার পরও যদি রোগী সুস্থ না হয় তাহলে আবার আমি বিদ্রোহ করব, আন্দোলন করব। রাজপথ ছাড়ব না।
বারবারই আপনার নামের সঙ্গে আলোচনা-সমালোচনা জড়িয়ে থাকে। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তো একবার অভিযোগও তুলেছিলেন। অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গেও আপনার একটা স্নায়ু যুদ্ধ লেগে থাকে। এটার কারণ কী? এটার কারণ একটাই, আমি বেঁচে আছি। নিয়মিত কাজ করছি, অন্যরা সেটা উপলব্ধি করছেন। মাঝেমধ্যে জ্বলছেন, পুড়ছেন। এর বেশি আর কী বলব!‘প্রিয়তমা’ ছবিতে আপনাকে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল। আর কোনো ছবি করছেন?
বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা শুনি। কেউ বলেন আমি ভালো অভিনয় করি, আবার কেউ বলেন আমি অভিনয় করছি কেন! মাঝখানে মনে হলো একটা পরীক্ষা হয়ে যাক। দেশের সেরা সুপারস্টারের সঙ্গে একটু পর্দা ভাগাভাগি করি। নিজে সেটা হলে গিয়ে দেখি। সত্যি যদি মনে হয় কিছু হচ্ছে না, অভিনয়টা ছেড়ে দেব। পরে দেখলাম, না, ভালোই হয়েছে। অন্যরাও আমাকে নিয়ে আলোচনা করছে। এই মুহূর্তে নতুন কোনো ছবি করছি না। ওই যে বললাম! ‘প্রিয়তমা’ ছিল এক্সপেরিমেন্ট। এরপর যদি ছবি করি তাহলে নিয়মিতই করব।
ওটিটিতেও আপনাকে দেখা যাচ্ছে না।আমার কাজ তো অভিনয় করা, কনটেন্ট নির্মাণ করা নয়। যারা কনটেন্ট নির্মাণ করেন তাঁরা আমাকে না ডাকলে কিভাবে দেখতে পাবেন?নতুন একটি গানচিত্রের মডেল হয়েছেন।
ক্যারিয়ারের শুরুতে কয়েকটি গানে মডেল হয়েছিলাম, সেটা না বুঝেই। তবে এবার একেবারে চিন্তা-ভাবনা করেই কাজটি করেছি। নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। কো-আর্টিস্ট সুনেরাহ বিনতে কামাল। গানটি করেছেন সাজিদ সরকার, গেয়েছেন শেখ সৈকত। ভালো গান বলেই করেছি।
প্রজন্মনিউজ২৪
গাড়ির গ্লাসে কালো পেপার ব্যবহার না করার নির্দেশ- ডিএমপি
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিডিআর জওয়ানরা
দুই ব্রাজিলিয়ানের তাণ্ডবে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিলো রিয়াল
‘দৃশ্যমান উন্নয়ন হচ্ছে আ.লীগের দুর্নীতিকে জায়েজ করার জন্য’
ভারত সফরে যাচ্ছেন বিদ্যুৎ উপদেষ্টা
দল জিতিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন রোনালদো
বোমা হামলার হুমকি পাওয়া বিমানে চলছে তল্লাশি
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সারজিস
শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি