প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৪:২৩
প্রজন্ম ডেক্স: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৩১ জনের নাম উল্লেখ করেছেন নিহতের বাবা।
শনিবার (৩০ নভেম্বর) সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এ হত্যা মামলা করা হয়েছে।
সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন।এ মামলায় ৩১ জনকে আসামি করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় নিহত আলিফের ভাই আরেকটি মামলা করেছেন। ১১৬ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। এর আগে সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছিল।
প্রজন্মনিউজ২৪/এম বি
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, রায় স্থগিত চেয়ে আবেদন
নরসিংদীতে বিক্রির সময় টিসিবির ৫৪ বস্তা চাল আটক
দীপু মনি-মেনন- ইনু-পলক নতুন মামলায় গ্রেপ্তার
উদ্যোক্তার হাট এ্যাওয়ার্ড পেলেন ১৪০ জন উদ্যোক্তা
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ১৯ জানুয়ারি
বিশ্বের শীর্ষ ১০টি বড় চিরহরিৎ বন
ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে নিহত ১৮
শরীয়তপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর চা-চক্র