প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪ ০১:০৩:৫৫ || পরিবর্তিত: ২৯ নভেম্বর, ২০২৪ ০১:০৩:৫৫
প্রজন্মডেস্ক:সিরাজগঞ্জে যমুনায় জেগে ওঠা বালুচরে নতুন পলিমাটিতে কাঁচা মরিচের ব্যাপক চাষ হয়েছে। চরের পলিমাটিতে প্রায় প্রতিবছরই মরিচের বাম্পার ফলন হয়। চলতি বছর ভালো দামের আশায় কৃষক এবার আগ থেকেই রোপন করেছে কাঁচা মরিচ। স্থানীয় কৃষি বিভাগও মরিচ চাষের জন্য কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে।সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় এক হাজার ৫৩০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় জাত ছাড়াও চরাঞ্চলে বেড গোল্ড, বিজলী প্লাস, বালিজুরি জাতের মরিচ চাষ হচ্ছে। ইতিমধ্যেই কৃষকরা মরিচ বীজ বোপন করেছেন। এখন তারা মরিচ গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া চরের মরিচ চাষী আবু সাইদ জানান, মরিচের দাম বেশী হওয়ায় এ বছর আগে ভাগেই চরের কৃষকরা মরিচ চাষে নেমেছেন। তিনি নিজেই তিন বিঘা জমিতে মরিচ লাগিয়েছেন। ইতি মধ্যেই জমিতে চারা গজিয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার সাদাত বলেন, ভালো দামের আশায় চরের কৃষকরা মরিচ চাষে নেমেছে। সদর উপজেলায় ৬৫০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। যার বেশীর ভাগই চর এলাকায়। কৃষকরা এখন মরিচের জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। স্থানীয় কৃষি বিভাগ থেকেও কৃষকদের এ বিষয়ে নানা পরামর্শ দেওয়া হচ্ছে।কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে চরের কৃষকরা মরিচ চাষ শুরু করেছেন। এ বছর এই উপজেলায় ৪৪০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। মরিচের ফলন কিভাবে ভালো হবে, সে বিষয়ে কৃষি বিভাগ থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে চাষীদের। স্থানীয় জাত ছাড়াও চরাঞ্চলে বেড গোল্ড, বিজলী প্লাস, বালিজুরি জাতের মরিচ চাষ হচ্ছে।সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার বলেন, মরিচের ভালো দাম থাকায় যমুনা চরের কৃষকরা মরিচ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। চলতি বছর জেলায় ১ হাজার ৫৩০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতি মধ্যেই মরিচের বীজ বোপন প্রায় শেষ। এখন চারা পরিচর্যায় ব্যস্ত রয়েছে কৃষকরা। আবহাওয়া অনুকুলে থাকলে জেলায় মরিচের বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তারেক
উদ্যোক্তার হাট এ্যাওয়ার্ড পেলেন ১৪০ জন উদ্যোক্তা
বিশ্বের শীর্ষ ১০টি বড় চিরহরিৎ বন
ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে নিহত ১৮
কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব!
জাতীয় ঐক্যের ডাক দিলেন ৫০ বিশিষ্ট নাগরিক
অধ্যাদেশ জারি করে বাতিল হলো বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধান
বাংলাদেশিদের চিকিৎসা দিবে না ভারতের হাসপাতাল
বেশী দামের আশায় সিরাজগঞ্জের যমুনা চরে ব্যাপক কাঁচা মরিচ চাষ
সিরিয়ায় বিদ্রোহীদের হামলায় বিপর্যস্ত সরকারি বাহিনী, নিহত ২০০
চিন্ময়ের গ্রেফতারের ঘটনায় কুমিরের কান্না কাঁদছেন শেখ হাসিনা‘রিজভী’