প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪ ১১:৩২:৫৯
প্রজন্ম ডেক্স:ইউরেনিয়াম সমৃদ্ধ করার কেন্দ্রগুলোতে আরও ছয় হাজারের বেশি পারমাণবিক সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করছে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কাছে এ তথ্য জানিয়েছে দেশটি। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাটি এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করেছে।
গোপনীয় ওই প্রতিবেদন দেখতে পেয়েছে রয়টার্স। ইরান কী বলতে চেয়েছে, তা ওই প্রতিবেদনে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে আইএইএর ৩৫ রাষ্ট্রের বোর্ড অব গভর্নরসের পাস করা এক প্রস্তাবের প্রতিক্রিয়ায় অতিরিক্ত সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিয়েছে তেহরান। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের অনুরোধে প্রস্তাবটি পাস হয়েছিল।
উৎপাদনসক্ষমতা বাড়ানোর মানে হলো ইরান আরও দ্রুত সময়ের মধ্যে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। এতে পারমাণবিক বিস্তারের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। তবে পশ্চিমা শক্তিধর দেশগুলো বলছে, ইরান কেন ৬০ শতাংশ পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, তার ব্যাখ্যা দেশটি দেয়নি। পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোনো দেশ এ মানের ইউরেনিয়াম সমৃদ্ধ করে না। কারণ, ৬০ শতাংশ পরিশুদ্ধতার মানটি অস্ত্র তৈরির মানের খুব কাছাকাছি। অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ পরিশুদ্ধতা প্রয়োজন হয়।
নতুন সেন্ট্রিফিউজের ক্ষেত্রে ইরান ৫ শতাংশ পরিশুদ্ধতার কথা বলেছে, যা ৬০ শতাংশ থেকে অনেক কম। বিশুদ্ধতা কম হওয়ার (বিশেষ করে ফরডো কেন্দ্রে) বিষয়টিকে ইরানের সমঝোতামূলক পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনার্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই ইউরোপীয় শক্তিধর দেশগুলোর সঙ্গে মতৈক্যের জায়গাগুলো খুঁজে বের করতে চাইছে ইরান। অবশ্য পরবর্তী সময় সহজেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা পরিবর্তন করতে পারবে দেশটি। এমনিতেই এখন ইরানের দুই ভূগর্ভস্থ কেন্দ্র নাতাঞ্জ ও ফরডোতে এবং নাতাঞ্জে মাটির উপরিভাগের একটি পাইলট কেন্দ্রে ১০ হাজারের বেশি সেন্ট্রিফিউজ আছে। এখন তারা আরও ছয় হাজারের বেশি সেন্ট্রিফিউজ স্থাপন করতে চাইছে।
গত সপ্তাহে আইএইএর বোর্ড অব গভর্নরসের বৈঠকের আগে ইরান প্রস্তাব দিয়েছিল তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৬০ শতাংশের মধ্যে সীমিত রাখবে। তবে কূটনীতিকেরা বলছেন, এ জন্য বোর্ড অব গভর্নরসকে শর্ত দিয়েছিল ইরান। দেশটির বিরুদ্ধে প্রস্তাব পাস না করার শর্ত ছিল। যদিও আইএইএ যাচাই করে দেখেছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ধীর করেছে। তারা সঠিক পথে আছে বলে উল্লেখ করা হয়েছে। তবে এরপরও বোর্ডে প্রস্তাবটি পাস হয়েছে। ইরানের প্রতি আবারও আহ্বান জানানো হয়েছে যে তারা যেন আইএইএর প্রতি সহযোগিতার উন্নয়ন ঘটায়।
প্রজন্মনিউজ২৪/এম বি
১৫ আগস্টকে ছুটি ঘোষণার রায় স্থগিত
কমিশন সিভিল সার্ভিসে ‘ক্যাডার’ শব্দটি বাদ দেওয়ার সুপারিশ করবে
বিসিএসে বাদ পড়ছে ‘ক্যাডার’ শব্দ
ভারত চীন রাশিয়াকে সতর্ক করলেন ট্রাম্প
উদ্যোক্তার হাট এ্যাওয়ার্ড পেলেন ১৪০ জন উদ্যোক্তা
বিশ্বের শীর্ষ ১০টি বড় চিরহরিৎ বন
ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে নিহত ১৮
কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব!
কলকাতায় ড. ইউনূস ও বাংলাদেশের পতাকা অবমাননায় জামায়াতের উদ্বেগ
‘জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা নিজেই নিষিদ্ধ হয়ে গেছেন’