প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪ ০৫:৩২:২৪ || পরিবর্তিত: ২৮ নভেম্বর, ২০২৪ ০৫:৩২:২৪
প্রজন্মডেস্ক:আওয়ামী লীগের শাসনামলে গুমের এক মামলায় র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে আগামী সোমবার (২ ডিসেম্বর) হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা হলেন- সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত এসপি আলেপ উদ্দিন।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ গণমাধ্যমকে বলেন, “আজ ট্রাইবুনালে ‘প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর’ আবেদন করা হয় এবং ট্রাইবুনাল আগামী ২ ডিসেম্বর তাদের হাজির করতে নির্দেশ দেন।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন রাঙামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।“তাদের বিরুদ্ধে অসংখ্য গুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে। গুম কমিশন তদন্ত করছে। গুম কমিশনের প্রাথমিক তদন্তে সত্যতাও মিলেছে। ট্রাইব্যুনালে রিপোর্ট দাখিলের প্রেক্ষিতে আজকে দুটি দরখাস্তের মাধ্যমে ট্রাইব্যুনালের নজরে আনা হয়েছে। ট্রাইব্যুনাল আবেদন দুটি মঞ্জুর করেছেন। আগামী ২ ডিসেম্বর দুই সাবেক র্যাব কর্মকর্তাকে ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য আদেশ দেওয়া হয়েছে।”তামিম বলেন, ট্রাইব্যুনালের আইনে আগে গুমের ব্যাখ্যা ছিল ‘কনফাইনমেন্ট’, ‘টর্চার’, ‘অ্যাবডাকশন’ মিলিয়ে। ২০২৪ সালের সংশোধনের পরে ট্রাইব্যুনালের আইনে ‘ফোর্সফুলি ডিজএপিয়ারেন্স’ শব্দের সংযুক্তির মাধ্যমে সরাসরি গুমকে অপরাধ ঘোষণা করা হয়েছে৷“সেই অপরাধের বিচার এই ট্রাইব্যুনাল করতে পারবে। সেই আইনেই মূলত গুমের অভিযোগে অভিযুক্ত সাবেক দুই র্যাব কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে হাজির করার আবেদন করেছিলাম।”বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর ঘটনায় এ মামলা দায়ের করা হয়।
তারেক
খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে বিভ্রান্ত হবেন না: ডা. জাহিদ
হাসিনা প্রশ্নে যা বললেন জয়শঙ্কর
কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার
শেখ হাসিনা কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেননি: সালাহউদ্দিন আহমদ
ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের
জেনারেল মইনকে চাকরির নিশ্চয়তা দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জি
দুই দিনে পেঁয়াজের দাম বাড়ল ৪০ টাকা