মারবা? পারবা না

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪ ০১:১৫:২৮

মারবা? পারবা না

প্রজন্ম প্রতিবেদন: ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।’
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজার পর ঢাকায় ফেরার পথে নিজেদের গাড়িবহরে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সারজিস আলম।

বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তারা। দুজনে একই পোস্ট ফেসবুকে শেয়ার করেন।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চুনতি ফারেঙা থেকে কবর জিয়ারত শেষে শহরে ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ সময় তাদের সাথে আরো অনেকে আলাদা গাড়ি করে ফিরছিলেন। ওই বহরের একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়িটির সামনের অংশ ভেঙে যায়। তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন। লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: কালাল উদ্দিন জানান, ‘এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

জানা গেছে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চুনতি ফারেঙা থেকে কবর জিয়ারত শেষে শহরে ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ সময় তাদের সাথে আরো অনেকে আলাদা গাড়ি করে ফিরছিলেন। ওই বহরের একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়িটির সামনের অংশ ভেঙে যায়। তবে এই ঘটনায় দু’সমন্বয়ক অক্ষত রয়েছেন।

এ প্রেক্ষাপটেই তারা লেখেন, ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।’


বিএইচ 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ