প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪ ১২:৫৩:৪৮
নিজস্বপ্রতিনিধি:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত আন্ত:থানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৮ শে নভেম্বর ( বৃহস্পতিবার) সকাল ৯ এ খেলা অনুষ্ঠিত হয়। নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ছাত্রশিবিরের চৌমুহনী সরকারি কলেজ শাখা বনাম চাটখিল দক্ষিণ শাখা প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ট্রাইবেকারে ২-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় চৌমুহনী সরকারি কলেজ শাখা।
এতে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর শাখার মশিউর রহমান ফাহাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
এসময়ে ফুটবল খেলার উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা আলাউদ্দিন। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জরিরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করে ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর শাখার সেক্রেটারি দাউদ ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, বর্তমানে কিশোর গ্যাং,মাদক,অশ্লীলতা থেকে রক্ষা করতে হলে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। ইসলামী ছাত্রশিবির যে উদ্যোগ গ্রহণ করেছে তা ছাত্রসমাজের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
প্রজন্মনিউজ ২৪
ইসরাইলের পরমাণু কর্মসূচি ফাঁসের নেপথ্যে কে এই ভানুনু?
সংস্কারে ৩ দিনের মধ্যে রোডম্যাপ প্রকাশের আলটিমেটাম রাবি ছাত্রশিবিরের
ইরানিদের হামলার প্রধান বৈশিষ্ট্য কী ? নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে না ইরান
সরকারি সেবা নিতে তিনজনের একজন দুর্নীতির শিকার
দক্ষিণ ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
মদ ভেবে ডেটল খেয়ে হাসপাতালে বৃদ্ধ
ছাত্রদলের প্রস্তাবনাগুলোকেই অধিক প্রাধান্য দিয়েছে ঢাবি প্রশাসন: এস এম ফরহাদ
দুদকের অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়া গেল, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে
ইরানের ফরদো পারমাণবিক স্থাপনা ধ্বংস করা কঠিন: জাতিসংঘের সাবেক পরমাণু পরিদর্শক