সব রেকর্ড ভেঙে চুরমার, আইপিএলের সবচেয়ে দামি এখন শ্রেয়াস আইয়ার

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৪ ০৫:২৭:২৪

সব রেকর্ড ভেঙে চুরমার, আইপিএলের সবচেয়ে দামি এখন শ্রেয়াস আইয়ার

প্রজন্মডেক্স: আইপিএলের মেগা নিলাম শুরু হতেই খেলোয়াড়দের দলে টানতে হামলে পড়ছে ফ্র্যাঞ্চাইজিরা। নিলামে সবার আগে নাম ওঠা আর্শদীপ সিংকে ১৮ কোটিতে ফের দলে টেনেছে পাঞ্জাব কিংস। ১০ কোটিতে গুজরাট টাইটান্সে যোগ দিয়েছে কাগিসো রাবাদা। এবার সব রেকর্ড ভেঙে দিয়ে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে দলে পেয়েছেন শ্রেয়াস আইয়ার।
তাকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দলে টেনেছে পাঞ্জাব। এর আগে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ডটি ছিল অজি পেসার মিচেল স্টার্কের দখলে। গত আইপিএলে তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে টানে কলকাতা নাইট রাইডার্স।
গত বছর শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে আইপিএল শিরোপা জিতেছিল কলকাতা। তবে এবার তাকে ধরে রাখেনি দলটি। আর আইপিএলজয়ী অধিনায়ককে দলে ভেড়ানোর সুযোগ কোনোভাবেই মিস করতে চায়নি পাঞ্জাব।
প্রসঙ্গত, সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টার কিছুক্ষণ পর শুরু হয় নিলামের মূল কার্যক্রম।


বিএইচ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ