প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৪ ১১:৪২:৪১
প্রজন্মনিউজ ডেক্সঃ কক্সবাজারে সমুদ্র দেখতে গিয়েছিলেন পাঁচ বন্ধু। বেড়ানো শেষে গতকাল শনিবার রাতে তিন বন্ধু বাসে আর দুই বন্ধু মোটরসাইকেলে ফিরছিলেন বাড়ি। উচ্ছ্বাস আর আনন্দে ঘেরা কয়েকটি দিনের স্মৃতি তাঁদের মনে। কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না। দুই বন্ধু মোহাম্মদ সোহেল ও মোহম্মদ রিফাতের মোটরসাইকেলের সঙ্গে কক্সবাজারের চকিয়ায় একটি লরির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা।
গতকাল রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভিলেজারপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ সোহেল (২২) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেলাল উদ্দিনের ছেলে, আর মোহম্মদ রিফাত (২২) একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঙ্গা মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁদের স্বজনেরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন বলেন, সোহেল ও রিফাতের মোটরসাইকেল কক্সবাজার থেকে রওনা হয়ে চকরিয়ার হারবাং ইউনিয়নের ভিলেজারপাড়া রাস্তার মাথায় এলে কক্সবাজারমুখী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন মারা যান।চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ব্যবসায়ী মো. সেলিম ওয়াহিদ বলেন, তিন দিন আগে সোহেল, রিফাতসহ পাঁচ বন্ধু কক্সবাজারে ভ্রমণে যান। বেড়ানো শেষে তারা গতকাল রাতে বাড়ির উদ্দেশে রওনা হন। তিনজন বাসে রওনা দিলেও সোহেল ও রিফাত আসছিলেন মোটরসাইকেলে। কিন্তু বাড়ি ফিরতে পারলেন না তাঁরা। সড়ক দুর্ঘটনায় এভাবে তরতাজা প্রাণ ঝরে যাচ্ছে, কিছুই করা যাচ্ছে না।
চিরিঙ্গা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. আরিফুল আমিন বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। দিবাগত রাত দুইটার দিকে নিহত দুজনের আত্মীয়স্বজন গিয়ে মরদেহ শনাক্ত করেছেন। পরে পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত লরি ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
প্রজন্মনিউজ/সারাফাত
বিনা পারিশ্রমিকে তৈরি করা হয়েছে ‘শ্বেতপত্র’: ড. দেবপ্রিয়
ডেঙ্গুর গুরুত্ব কমায় বাড়ছে মৃত্যু
ভারত ও বাংলাদেশের মধ্যে পার্থক্য কী?
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, রায় স্থগিত চেয়ে আবেদন
নরসিংদীতে বিক্রির সময় টিসিবির ৫৪ বস্তা চাল আটক
পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
দীপু মনি-মেনন- ইনু-পলক নতুন মামলায় গ্রেপ্তার
১৫ আগস্টকে ছুটি ঘোষণার রায় স্থগিত
কমিশন সিভিল সার্ভিসে ‘ক্যাডার’ শব্দটি বাদ দেওয়ার সুপারিশ করবে