আয়োজিত হলো মুরাদনগর ফোরাম ঢাকার প্রীতি সমাবেশ

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৪ ০৩:০৮:৫৫ || পরিবর্তিত: ২৪ নভেম্বর, ২০২৪ ০৩:০৮:৫৫

আয়োজিত হলো মুরাদনগর ফোরাম ঢাকার প্রীতি সমাবেশ

বিশেষ প্রতিনিধি: সামাজিক উন্নয়নে ঢাকাস্থ মুরাদনগরের প্রবাসী জনশক্তির একটি সমন্বিত উদ্যোগ মুরাদনগর ফোরাম ঢাকার প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২০ নভেম্বর) রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন (IDEB) মিলনায়তনে বেলা ৪ ঘটিকা থেকে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সদস্য সচিব প্রফেসর মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । প্রীতি সমাবেশে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর,সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তর জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন। জামায়াতে ইসলামী দক্ষিনের দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ড.মোবারক হোসেন। 

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা উত্তর জামায়াতের সেক্রেটারি মো: সাইফুল ইসলাম সহিদ,গাজীপুর মহানগরী জামায়াতের সেক্রেটারী আবু সাঈদ মো. ফারুক,মুরাদনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আ ন ম ইলিয়াছ,বাঙ্গরা বাজার থানা আমীর মু. আব্দুর রহিম মাস্টার,মুরাদনগর উপজেলার সাবেক আমীর মিয়া মোহাম্মদ মনছুর,মুরাদনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল সহ প্রমুখ।

মুরাদনগরকে কারো কাছে লিজ দেওয়া হয় নাই বলে মন্তব্য করে প্রধান অতিথি  আবদুল্লাহ মো. তাহের বলেন,আপনারা আগামীতে প্রস্তুতি নিন,আল্লাহ চাহে তো মিরাকল ঘটতে পারে। সাবেক আমীরে জামায়াত মুরাদনগর গিয়েছিলো,বর্তমান আমীরও যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচন ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,মেীলিক সংস্কার ছাড়া এই নির্বাচন যেই লাউ সেই কদু হবে। অন্তবর্তীকালীন সরকারকে সংস্কারের জন্য জামায়াত যৌক্তিক সময় দিতে চায় বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন,পাঠ্যক্রমে জুলাই বিপ্লবে জাতীয় বীরদের জীবনী লিখতে হবে এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ৫ই আগস্টের গনআন্দোলনের ইতিহাস জাতির সামনে তুলে ধরতে হবে।

প্রধান বক্তা মাওলানা এ টি এম মাসুম বলেন,ভারতীয় প্রেসক্রিপশনের সিলেবাস বদলাতে হবে । আধিপত্যবাদের সমালোচনা করে তিনি বলেন,তিন দিকে ভারত অন্যদিকে বঙ্গোপসাগর,আমাদের কোন বন্ধু রাষ্ট্র নেই। আমাদের একমাত্র ভরসা মহান আল্লাহতায়ালা। ঈমান ও আমল বৃদ্ধির সাথে সাথে দাওয়াতি কাজে মনোনিবেশ করার পরামর্শ দেন তিনি ।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিনের মজলিসে শূরা সদস্য , বিশিষ্ট চিকিৎসক,সমাজসেবক এবং ফোরামের আহবায়ক ডা. মো. তফাজ্জল হোসেন।

প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করা হয়।


প্রজন্মনিউজ২৪/এমআরএম
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ