নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাব্বির বিরুদ্ধে এবার শিশু নির্যাতনের অভিযোগ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪ ০৫:১৫:৪২

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাব্বির বিরুদ্ধে এবার শিশু নির্যাতনের অভিযোগ

নোয়াখালি প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আজহার উদ্দিন রাব্বি বিরুদ্ধে এবার শিশুকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এর আগে তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগও রয়েছে । অভিযুক্ত রাব্বি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুবর্ণচর উপজেলার ৫ নম্বর চর জুবলী ইউনিয়নের সহ-সভাপতি ।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে ৫নং চর জুবলী ইউনিয়নে অভিযুক্তের বাড়িতে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ঘটনার দিন সকালে ভুক্তভোগী জান্নাতুল তাকওয়া (১৪) তার প্রতিবেশি সহপাঠী স্বর্ণা আক্তারের (১৫) বাড়িতে দু'জন মিলে কথা বলছিলেন। এমন সময় ঘটনাস্থলের পাশে অভিযুক্ত রাব্বি তার ফুফু বিবি কুলসুম (৪৫) এর ঘরে ছিলেন। দুজনের কথার কারণে ঘুমের সমস্যা হয় বলে রাব্বি তার ফুফু কুলসুমসহ ভুক্তভোগী জান্নাতুল তাকওয়াকে মারধর ঘটনা ঘটে । 

এ ঘটনায় স্থানীয় চরজব্বর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী জান্নাতুল তাকওয়ার মা নাজমা বেগম (৪৮)।  থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া।

এবিষয়ে নাজমা বেগম বলেন,  রাব্বির সাথে তাদের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটিয়েছেন। আমার মেয়ে (জান্নাতুল তাকওয়া) তার সহপাঠী স্বর্ণা আক্তার রাব্বির চাচাতো বোন। তারা উভয়ে স্থানীয় শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

তিনি আরও বলেন, তার ভাই ডাক্তার জাকির হোসেন ও ডাক্তার সাবিহা শারমিন দম্পতির বাসায় চুরির মামলায় ২ মাসের বেশি সময় কারাভোগ করেন অভিযুক্ত রাব্বি। সেই থেকে নানান সময় তাদের হুমকি-ধামকিসহ বিভিন্ন ভাবে হেনস্থা করার চেষ্টা করছেন রাব্বি ও তার পরিবারের সদস্যরা। 

এ বিষয়ে অভিযুক্ত আযহার উদ্দিন রাব্বি বলেন, যারা অভিযোগ করেছেন তাদের আর আমাদের একটি পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। তারা যখন ঘরের কোণে উচ্চস্বরে কথা বলে তখন আমি বিষয়টি আমার ফুফুকে জানাই। পরে ফুফু তাদের ওখান থেকে চলে যেতে বললে তারা পরস্পর তর্কে জড়ায় । পরে আমার ফুফু একপর্যায়ে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে। বিষয়টি সামাজিকভাবে সমাধান হবে বলেও জানান রাব্বি। 

উল্লেখ্য, অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এ নেতার বিরুদ্ধে গত ৪ সেপ্টেম্বর জাপান বাংলাদেশ হাসপাতালের ইসিজি রুমের টেকনেশিয়ান নারীকে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগও রয়েছে। ওই ধর্ষণচেষ্টার ঘটনায় স্থানীয় জনতা গণধোলাই দিয়ে রাব্বিকে পুলিশের হাতে সোপর্দ করেছিল। এছাড়াও রাব্বির বিরুদ্ধে চাঁদাবাজি, চুরি-ডাকাতিসহ নানা অপকর্মের একাধিক মামলা রয়েছে।

বিগত স্বৈরাচার সরকারের সময়ে নোয়াখালী শহেরর মাইজদীর পৌর মেয়র সহিদ উল্যাহ্ খান সোহেলের আশ্রয়-প্রশ্রয়ে সদর ও সুবর্ণচরে অপরাধে বেপরোয়া ছিলেন এ ছাত্রলীগ নেতা আযহার উদ্দিন রাব্বি।


প্রজন্মনিউজ২৪/এমআর
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ