চট্টগ্রামে দুই ঘণ্টা পর নিভল জুতার গুদামের আগুন

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪ ০৬:৪৫:৩৫

চট্টগ্রামে দুই ঘণ্টা পর নিভল জুতার গুদামের আগুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের নুপুর মার্কেটের একটি জুতার গুদামে আগুন লাগে আজ দুপুরে। ফায়ার সার্ভিসের কর্মীরা দুইঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের একটি জুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে তিনটায় রিয়াজউদ্দিন বাজারের নূপুর মার্কেটের ছয়তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। দুই ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে পাঁচটায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণকক্ষ জানায়, বেলা সাড়ে তিনটার দিকে আগুনের খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়। এরপর আগ্রাবাদ স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়।চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত ক্ষয়ক্ষতির হিসাব এখনো পাওয়া যায়নি।এর আগে গত ২৭ জুন দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে রিয়াজউদ্দিন বাজারে আগুন লাগে। গভীর রাতে লাগা এ আগুনে তিনজনের মৃত্যু হয়। গত বছরের জানুয়ারি মাসে নূপুর মার্কেটে আগুন লেগে জুতা ও কম্বলের একটি গুদাম পুড়ে যায়।


আব্দুল্লাহ



 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ