প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৪ ০৩:০১:৪৫
বিনোদন ডেস্ক: আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন সূত্রে জানা যায়, বেশ কয়েক মাস ধরে আলোচনার কেন্দ্রে টালিউডের একদা চর্চিত দম্পতি। অভিনেতা যিশু সেনগুপ্ত ও প্রযোজক-অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। জানা গেছে, যিশু-নীলাঞ্জনার সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে। টালিউডে জোর জল্পনা— বিবাহবিচ্ছেদের পথেই নাকি এগোচ্ছেন তারা। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেননি তারা। তবু বেশ কয়েক মাস ধরেই ছাদ আলাদা হয়েছে যিশু-নীলাঞ্জনার। দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে কখনো মুম্বাই, আবার কখনো কলকাতা থাকছেন নীলাঞ্জনা।
ইতোমধ্যে নিজের নামের পাশ থেকে ‘সেনগুপ্ত’ পদবি মুছে ফেলেছেন নীলাঞ্জনা। যদিও একসময় আচমকা যিশুকে বিয়ে করে অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। সংসার ও দুই মেয়েকে নিয়েই কেটেছিল একটা সময়। তার পর নিজের প্রযোজনা সংস্থার কাজ শুরু করেন। শোনা যায়, অভিনেতাকে নেপথ্যে থেকে সর্বদা শক্তি জুগিয়ে গেছেন নীলাঞ্জনাই। কিন্তু সেই সম্পর্ক নাকি এখন টালমাটাল! তার পর থেকে যিশুকে নিয়ে সরাসরি কিছু না বললেও আকার-ইঙ্গিতে অনেকটাই বুঝিয়ে দিয়েছেন নীলাঞ্জনা। দুই মেয়েই এখন তার সর্বস্ব। নতুন করে শুরু করেছেন জীবন, সেই ইঙ্গিতও দিয়েছেন সামাজিকমাধ্যমে। তবু জনপ্রিয় এই দম্পতিকে নিয়ে কৌতূহলের অন্ত নেই।
এবার নীলাঞ্জনা যেন আরও সাহসী। জানালেন, যা কিছু ঘটেছে সেটার জন্য তাকে বাধ্য করা হয়েছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এড শিরানের গানের সঙ্গে একটি পোস্ট করেন নীলাঞ্জনা। সেখানেই তিনি লিখেছেন—যা কিছু ঘটেছে তা ততটাও খারাপ কিছু না। যদি তেমন খারাপ হয়েও থাকে, সেটা তেমন বড় ব্যাপার নয়। যদি সেটা ঘটেই থাকে, আমি মনে করি না তাতে আমার দোষ রয়েছে। আমি তেমন কিছু ভেবেচিন্তে করিনি। যদি করেও থাকি, তবে তুমিই আমায় বাধ্য করেছ সেটা করতে।
ভারতে পালানোর সময় ভোলর যুবলীগ নেতা গ্রেফতার
পিএসসিতে যোগ দিলেন আরও চার নতুন সদস্য
১২০ বছরের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড ট্রাম্পের
ইলন মাস্কক রিপাবলিকান পার্টির নতুন তারকা : ট্রাম্প
ট্রাম্পকে অভিনন্দন জানালেন পাকিস্থানের প্রধান মন্ত্রী
ঢাকার বিমানবন্দরে ভেঙে পড়ল উড়োজাহাজের দরজা
বাঁহাতি স্পিনার সংকটে বাংলাদেশ, অধিনায়ক যা বললেন
ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি