প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪ ১১:০৩:৩৯
প্রজন্মডেক্স: ২০১৯ সালে ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার’-এ এজেন্ট কবীরের চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা ঋত্বিক রোশন। এবার আরও একবার একই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই হিরোকে। স্পাই ইউনিভার্স প্রযোজিত আসন্ন সিনেমা ‘আলফা’-য় ক্যামিও অভিনয় করতে চলেছেন ঋত্বিক।
স্পাই ইউনিভার্সের কিছু সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ‘পাঠান’, ‘এক থা টাইগার’। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে ‘আলফা’। ‘ওয়ার’ সিনেমায় কবিরের চরিত্রে অভিনয় করেছিলেন ঋত্বিক। একই সিনেমায় খালিদের চরিত্রে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ।
এবার ‘আলফা’ সিনেমায় আলিয়া ভাট এবং শর্বরী ভায়াঘের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ঋত্বিক। আলিয়া ও শর্বরী গোয়েন্দা এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন এই সিনেমায়। এছাড়াও এখানে অভিনয় করতে দেখা যাবে ববি দেওল এবং অনিল কাপুরকেও। তবে ঋত্বিকের ভূমিকা কী হবে তা এখনও জানা যায়নি।
জানা গেছে, ক্যামিও চরিত্রে অভিনয় করার জন্য কিছুদিনের মধ্যেই শ্যুটিং শুরু করবেন ঋত্বিক। তিনি বর্তমানে অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার টু’ সিনেমায় কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
তবে শোনা যাচ্ছে, এই সিনেমায় ঋত্বিকের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। খলনায়কের চরিত্রে অভিনয় করবেন জুনিয়র এনটিআর।
বিএইচ
নেই মিচেল স্টার্ক,অজি শিবিরে চিন্তার ভাজ
আজ থেকে চালু হচ্ছে যমুনা রেল সেতু
জেলাভিত্তিক বিএনপির সমাবেশ শুরু আজ
আগামী নির্বাচনে থাকছে না ইভিএমের ব্যবহার
অপরাধীদের আইনের আওতায় আনতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
কেন্দ্রীয় নেতারা কে কোথায় থাকবে,বিএনপির ৬৪ জেলায় সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা
তাসকিনদের হোটেল ছাড়ার নির্দেশ দিল রাজশাহী
৫০০ টাকার বাসভাড়া দেড় হাজার, পকেটে এক হাজার, কী করবেন তিনি
বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচনকেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন: ফেসবুকে আসিফ নজরুল