ভিনিসিয়ুস ফুটবল রাজনীতির না,বর্ণবৈষম্যের শিকার?

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৪ ১২:৩৫:৪৪ || পরিবর্তিত: ২৯ অক্টোবর, ২০২৪ ১২:৩৫:৪৪

ভিনিসিয়ুস ফুটবল রাজনীতির না,বর্ণবৈষম্যের শিকার?

 নিজস্ব প্রতিবেদক: রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জেনে গিয়েছিল আগেই যে ভিনিসিয়ুস জুনিয়র এবারের ব্যালন ডি’অর জিতছেন না। এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে সফল দলটি। প্যারিসের থিয়েটার দু শাতলেতে অনুষ্ঠান শুরুর আগেই তা বয়কট করার ঘোষণা দেয় রিয়াল।
ভিনিসিয়ুস ব্যালন ডি’অর জেতেননি, এটা মেনে নিতে পারছে না রিয়ালের সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা। রিয়ালে ভিনিসিয়ুসের সাবেক সতীর্থ করিম বেনজেমা-টনি ক্রুসরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছেন রিয়ালে ভিনিসিয়ুসের বর্তমান সতীর্থরাও।

ব্যালন ডি’অর কর্তৃপক্ষ কী রায় দিল বা না দিল, এতে যেন কিছুই যায় আসে না রিয়ালের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের। তাঁদের কাছে এই সময়ের সেরা ফুটবলার ভিনিসিয়ুসই। এবারের ব্যালন ডি’অরও রদ্রির নয়, তাঁরই প্রাপ্য ছিল বলে মনে করেন তাঁরা।
গত মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানো জার্মান মিডফিল্ডার টনি ক্রুস ইনস্টাগ্রামে ভিনিসিয়ুসের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘দ্য বেস্ট।’ যার মানে ভিনিকেই সেরা মানেন ক্রুস। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে খেলা বেনজেমা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভিনির সঙ্গে একটা ছবি দিয়ে লিখেছেন, ‘ট্রপ ফোর্ট।’ যার মানে শক্ত থাকো।


প্রজন্মনিউজ২৪/এমএমবিল্লাহ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ