শাকিবকে বুকে নিলেন মহেশ ভাট

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪ ০৭:৪২:৪৮

শাকিবকে বুকে নিলেন মহেশ ভাট

নিজস্ব প্রতিবেদক: কয়েক দিন ধরে শাকিব খান শুটিং করছিলেন মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে। এর ঠিক পাশেই ছিলেন বলিউডের নামজাদা প্রযোজক, পরিচালক মহেশ ভাট। তাঁর সঙ্গে আবার ‘বরবাদ’ সিনেমার চিত্রগ্রাহক শৈলেশ অশ্বথির চমৎকার সম্পর্ক। শৈলেশের মাধ্যমে মহেশ ভাট জানতে পারেন, ইলোরা স্টুডিওতে শুটিং করছেন বাংলাদেশের নায়ক শাকিব খান। এরপর তিনি দেখা করতে আসেন। বলিউডের নামকরা প্রযোজকের এভাবে সেটে আগমনে চমকে যান ইউনিটের সবাই। এরপর তিনি শাকিব খানের সঙ্গে মিনিট বিশেক গল্প করেন।

আজ রোববার বিকেলে শাকিব খানের ব্যবস্থাপক মনির জামান জানালেন, শুটিংয়ের ফাঁকে তাঁদের দুজনের সুন্দর সময় কেটেছে। সিনেমা বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।


প্রজন্মনিউজ২৪/এমএমবিল্লাহ

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ