মসজিদ মিশনের ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৪ ০৪:০৩:২২ || পরিবর্তিত: ২৬ অক্টোবর, ২০২৪ ০৪:০৩:২২

মসজিদ মিশনের ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন

নিজস্বপ্রতিনিধি : পটুয়াখাালী জেলা ইসলামী ফাউন্ডেশনের হলরুমে বাংলাদেশ মসজিদ মিশনের ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত। (২৬ অক্টোবর) শনিবার সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ১ টা প্রর্যন্ত ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত।প্রধান আলোচক হিসাবে ছিলেন জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ মসজিদ মিশন ও উপঅধ্যক্ষ, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা ড. মাওলানা খলিলুর রহমান মাদানী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলার আমীর এ্যাডভোকেড নাজমুল আহসান। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (অব), ভোলা আলিয়া মাদরাসা ও ইসলামী স্কলার মাওলানা মোঃ ফজলুল করিম। অঞ্চল সমন্বয়ক বাংলাদেশ মসজিদ মিশন, বরিশাল অঞ্চল অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুর রহমান। প্রধান উপদেষ্টা, বাংলাদেশ মসজিদ মিশন, পটুয়াখালী জেলা।জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলার আমীর এ্যাডভোকেড নাজমুল আহসান বলেন, আমরা দেখেছি একজন ইমাকে কিছু বললে অন্য ইমাম কিছু বলে না চুপ করে থাকেন। কিন্তু ঠিকই পরে আমাদের নিজের শরিরে এসে পড়ে তাই আমাদের এমন হওয়া উচিৎ ছিলো এক মুমিন তো অন্য মুমিনের ভাই।সভাপতিত্ব করেন, সভাপতি, বাংলাদেশ মসজিদ মিশন, পটুয়াখালী জেলা অধ্যাপক মাওলানা মোঃ আবদুস সালাম খান। সঞ্চালনা করেন সেক্রেটারি, বাংলাদেশ মসজিদ মিশন, পটুয়াখালী জেলা অধ্যাপক মাওলানা আজিজুল হক।প্রধান আলোচক ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, এলাকার সকল মসজিদে নববীর আদর্শে হিদায়াত জারী হওয়ার প্রতিষ্ঠানরুপে গড়ে তুলুন। ২০১১ সালের জরিপে আমাদের পটুয়াখালীতে সারে ৬ হাজার মসজিদ আছে আপনারা এই মসজিদ এর প্রতিনিধিত্ব করতেছেন। 


তিনি আরও বলেন, 
মানব কল্যানে যারা কাজ করে তারাই সফল মানুষ। তাই আসুন মসজিদ মিশনের মাধ্যমে দাওয়াতি কাজ করে মসজিদ মিশন এগিয়ে নিতে হবে। পটুয়াখালীতে যত গুলো মসজিদ আছে সব মসজিদ গুলোকে মসজিদ মিশনের আওতায় আনবো ইনশাআল্লাহ।উপস্থিত ছিলেন পটুয়াখালীর মসজিদের ইউনিয়ন দায়িত্বশীলগণ। সর্বশেষ ইউনিয়ন দায়িত্বশীলদের মধ্যে থেকে দুইজন বক্তব্য রাখেন। তারা বলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম এর জন্য আমাদের অগ্রামী ভূমিকা রাখতে হবে। আমরা মসজিদ ভিত্তিক সমাজ চালাচ্ছি না কিন্তু সমাজ ভিত্তিক মসজিদ চলছে। আমরা আসা হত হয়েছিলাম আমরা গত পনেরো বছর যে এমন সময় আর পাবোনা। কিন্তু পেয়েছি যারা এনে দিয়েছন তাদের জন্য দোয়া ও যারা শাহাদাত বরণ করেছেন তাদের মাগফিরাত কারনা করছি।বাংলাদেশ মসজিদ মিশন, পরিচিতি, সংগঠনের নামঃ বাংলাদেশ মসজিদ মিশন, প্রতিষ্ঠাকালঃ ২৫ শে নভেম্বর ১৯৭৩ ইং, সমাজ কল্যাণ রেজিষ্ট্রেশন নং ঢn০৪০৯' এন . জি. ও রেজিঃ নংঃ ৬৫৬, ঠিকানাঃ কেন্দ্রীয় মসজিদ, কাটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা ফোনঃ ৯৬৬১৪২৪, ৫৮৬১৭৪৭৪


প্রজন্মনিউজ২৪/ তারেক

এ সম্পর্কিত খবর

দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

ড. ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন

ফ্যাসিস্ট হাসিনার ‘আয়নাঘর’ পরিদর্শনে প্রধান উপদেষ্টা

পটুয়াখালীতে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ড

তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি: উপদেষ্টা মাহফুজ

ফিলিস্তিনিদের ‘সম্মান’ করার আহ্বান ম্যাক্রোঁর ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান,

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম

বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন আশা করছে ইউএনডিপি

আগামী নির্বাচনে থাকছে না ইভিএমের ব্যবহার

দ্বিতীয় স্ত্রীর নির্যাতনের শিকার তৃতীয় স্ত্রী, চাইলেন বিচার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ