পটুয়াখালীতে ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত 

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৪ ০৫:৩৬:২২

 পটুয়াখালীতে ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি: 'মানুষ মানুষের জন্য, রক্ত জীবনের জন্য' স্লোগান সামনে রেখে ২০২১ সাল থেকে পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন-পিবিএফ এর পথ চলা। আজ (১৮ অক্টোবর) শুক্রবার সকাল ৯ ঘটিকা থেকে সন্ধা ৬ টা প্রর্যন্ত পিটিআই রোড সবুজবাগ পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা পটুয়াখালী ওলামা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম। পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন। পৌরসভার উপদেষ্টা ইমতিয়াজ মিরাজ। সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ওলিউল্লাহ ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।  মহিলা কমিটির সদস্য তানজিলা আক্তার সিমুসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম আকন


উপদেষ্টা মাওলানা মোঃ শহিদুল ইসলাম বলেন, আমরা জানি পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশনের ভাইয়েরা কত কষ্ট করে যখনই আমি ফোন দেই তখনই পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন এগিয়ে আসেন। পটুয়াখালী সকল মানুষ পিবিএফ কে তাদের আস্থার স্হান মনে করে। আমি আপনাদের পাশে আছি সব সময় আপনারা এগিয়ে যান মানুষের সেবায়। সভাপতি মোঃ রফিকুল ইসলাম আকন বলেন, তৃতীয় (৩য়) প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা" পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন (পিবিএফ) "মানুষ মানুষের জন্য, রক্ত জীবনের জন্য" এই স্লোগানকে কেন্দ্র করে  কিছু যুবক ভাইদের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং আন্তরিক প্রচেষ্টায় ২০২১ সালে ১৮ই অক্টোবর প্রতিষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ   তিনি আরও বলেন, সকল উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ,দায়িত্বশীল ও পিবিএফ -এর সদস্য ভাই ও বোনদের আন্তরিক প্রচেষ্টায় রক্তদানের মত মহৎ কাজের আনজাম দেয়ার মধ্য দিয়ে তিনটি বছর অতিক্রম হয়েছে । আল্লাহ সকলের এই প্রচেষ্টা কবুল করুন ও উত্তম জাযা দান করুন । আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মহৎ কাজের আঞ্জাম দেয়ার জন্য আপনি রহমত দান করুন, আমিন ।


পিবিএফ এর সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন বলেন, ১৮ ই অক্টোবর পটুয়াখালী জেলার স্বেচ্ছাসেবী, সামাজিক এবং সেবামূলক আমাদের সকলের প্রিয় সংগঠন " পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন পিবিএফ" এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী৷ গত ২০২১ সালের এই দিনে "মানুষ মানুষের জন্য, রক্ত জীবনের জন্য" স্লোগান কে সামনে রেখে " পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন পিবিএফ " যাত্রা শুরু করে। রক্তদানসহ বিভিন্ন সমাজিক বিভিন্ন সেবামূলক কাজের মধ্য দিয়ে গৌরবের সাথে তিনটি বছর পার করেছে।  মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।  বিশেষ ধন্যবাদ জানাই এই সংগঠন এর প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাকালীন সদস্য এবং যারা এ প্রর্যন্ত বিভিন্ন দায়িত্বের সাথে জড়িত ছিলেন এবং কাজ করেছেন। পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে পটুয়াখালী জেলার সর্বস্তরের মানুষ এবং রক্তদানের মতো মহৎ কাজের সাথে জড়িত সকলকে শুভেচ্ছা জানাই। আশা করি সকলে এই সংগঠন এর সাথে থেকে সমাজের অগ্রগতির পক্ষে কাজ করবেন এবং সাহায্য করবেন। " পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন-পিবিএফ " এর সার্বিক উন্নতি, অগ্রগতি এবং সাফল্য কামনা করছি।


২০২১ সালের ১৮ই অক্টোবর এই সংগঠন তার অদম্য যাত্রা শুরু হয়। তখন সহযোগিতায় আরও দুইজন কে নিয়ে কার্যক্রম শুরু করা হয়। এর মধ্যে প্রথম আহ্বানের একত্রিত হওয়ার মাধ্যমে শুরু হয় পিবিএফ।প্রথম মিটিং বা বসা হয় ২০২১ সালে ১৮ অক্টোবর ফজরের নামাজ এর পড়ে পটুয়াখালী বিমানবন্দরে।  তখনই প্রথম মিটিং এ শুধু নাম নিদিষ্ট করা হয়। এরপর বিভিন্ন বিষয় নিয়ে বসা হয় এবং কার্যক্রম সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চেষ্টা করা হচ্ছেমানুষ এবং সৃষ্টির কল্যানে ক্রমাগত এগিয়ে চলার প্রতিজ্ঞাবদ্ধ এ সংগঠনের সকল দায়িত্বশীল ও সদস্যরা। প্রথম পিবিএফ এর জন্য ৫ টাকা ১০ টাকার করে অনেক দান করেন এর মাধ্যমে তখন রেজিষ্টার খাতা ক্রয় করা হয়। রক্ত সংকটে মানুষের পাশে দাঁড়ানো সৌভাগ্যের মনে করেন এ সংগঠনের সকল দায়িত্বশীল ও সদস্যরা। তাই তিন'বছরের পথ চলায় অনেক মানুষের তৃপ্তিময় হাসির সাক্ষী হয়েছে এ সংগঠন। 

এই সংগঠনের প্রধান স্লোগান হলো:- 
" মানুষ মানুষের জন্য 
রক্ত জীবনের জন্য "
আমাদের এখন প্রর্যন্ত ব্লাড দান করা হয়েছে বা দেওয়া হয়েছে পিবিএফ থেকে ৮১১ জন ভাই ও বোনকে আমাদের বর্তমান সদস্য সংখ্যা ৫০০ জন। এবং কমিটির দায়িত্বশীল সহ মোট সদস্য সংখ্যা ৫৩৫ জন। আপনারা সদস্য হলে আগ্রহী হলে পেইজে ম্যাসেজ করুন। আল্লাহ আমাদের এই যাত্রা অবিরাম অব্যাহত রাখুন। আমিন। সকল দায়িত্বশীল ও সদস্যদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তায়ালা উত্তম জাযা দিন।  "পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন-পিবিএফ" এর ৩য়  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল স্বেচ্ছাসেবী, রক্তদাতা এবং পটুয়াখালী জেলার সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সামজিক, সেবামূলক বিভিন্ন কাজের মধ্য দিয়ে গৌরবের সাথে " Patuakhali Blood Foundation-PBF " এর ৩ বছর পূর্ণ হলো। 
গত বছরগুলোর আমাদের কাজ গুলো দেখে নিন। 
১/ ৮১১ রক্ত দান। 
২/ ৪৫ টি অনলাইন মিটিং। 
৩/ ১৮ টি সরাসরি মিটিং। 
৪/ ৩ টি সেমিনার। 
৫/ মহিলা সদস্য সংখাঃ ১৫০ জন। 
৬/ উপদেষ্টা ৩০ জন।
৭/ পুরুষ সদস্য সংখাঃ ৩২০ জন। 
৮/ কমিটির দায়িত্বশীলঃ ৩৫ জন। 
৯/ আমাদের পাবলিক ফেসবুক গ্রুপ ও পেইজ , জিমেইল একাউন্ট , ওয়াটসআপ গ্রুপ আছে এবং অতি তাড়াতাড়ি ইউটিউব, ওয়েবসাইট আসবে ইনশাআল্লাহ। 
১০/ বৃহ্মরোপন অভিযান (২৫০০) সহ সমাজ সেবামুলক কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ। 
১১/ ইফতার মাহফিল হয়েছে ০২ টি।  এছারাও অনেক কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ।।  সবকিছু উল্লেখ করা হয় নাই।  
                                                                             "পড়ের জন্য করলে কিছু 
                                                                                    নিজের জন্য করা হয়"
প্রতিষ্ঠার সংহ্মিপ্ত ইতিহাসঃ

দিনটি ছিলো ১৮ অক্টোবর ২০২১ ইংরেজি ফজরের নামাজ পড়ে পটুয়াখালী বিমানবন্দরে তোফাজ্জল খান এর নেতৃত্বে শফিকুল ইসলাম ও আসিবুল ইসলাম মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে পিবিএফ এর পথ চলা শুরু হয়৷ আজ পূর্ণ হলো দুইটি বছর আলহামদুলিল্লাহ। অত্র সংগঠন এর প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাকালীন  সদস্য, দায়িত্বশীল, উপদেষ্টা মন্ডলী এবং সকল সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ। আশা করি সকলে এই মহৎ কাজে সাহায্য, সহযোগিতা এবং সবসময় পাশে থাকবেন। "পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন-পিবিএফ" এর সার্বিক উন্নতি, বৃদ্ধি কামনা করছি। তিনি আরও বলেন, যখনই ব্লাড দিবেন অবশ্যই পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন এর দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে দিবেন। কারণ অনেকে ব্লাড ফাউন্ডেশন এর নাম বলে টাকা নেয় তাই সকলে সাবধান থাকবেন। একটি চক্র আমাদের বিরুদ্ধে লেগে আছে যেমন ভালো থাকলে খারাপ থাকবে ঠিক তেমনি তারাও লেগে আছেন। তাদের জন্য দোয়া থাকবে আমাদের পক্ষ থেকে সব সময়। আল্লাহ আমাদের এই কাজ গুলোকে সহজ করে দিক। আমিন। 

আসুন হাতে হাত রেখে এগিয়ে যাই মানবতার সেবায়।
সদস্য হতে যোগাযোগ করুনঃ
01328907213/ সাধারণ সম্পাদক 
01305739375/ সহ সভাপতি 
01612183508/ অর্থ সম্পাদক 



 প্রজন্মনিউজ/বিএইচ

এ সম্পর্কিত খবর

বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাতের সময়সূচি

আ. লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ

দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত

পটুয়াখালী শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত 

স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠিত

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক বাস্তবায়নের দাবিতে কর্মসূচি 

কাতারের আমিরের মায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

একই সময়ে দেশের সব মসজিদে জুমার নামাজ আদায়ের নির্দেশনা

আজ মার্চ ফর গাজা’ কর্মসূচি 

জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ, নাগরিক কমিটির নেত্রী কারাগারে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ