প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৪ ০৩:০৩:০০
প্রজন্ম ডেক্স: যেকোনো হামলাই দুঃখজনক। তবে ইরানিরা ব্যাপারটিকে রূপক হিসেবে দেখতে পারেন। যে রাতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে, ইরানি ফরোয়ার্ড মেহেদি তারেমি সে রাতেই কিনা গোল করলেন ইসরায়েলি গোলকিপারকে ফাঁকি দিয়ে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল রাতে ইসরায়েলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার।
একই রাতে চ্যাম্পিয়নস লিগে সান সিরোয় সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটির হয়ে ৮১ মিনিটে পেনাল্টি থেকে করা শেষ গোলটি তারেমির। পোর্তো থেকে আসা এই ফরোয়ার্ডের ইন্টারের হয়ে এটাই প্রথম গোল। দুটি গোলও বানিয়েছেন ম্যাচসেরা এই খেলোয়াড়।
ইন্টার ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর ৭৭ মিনিটে রেড স্টারের ডিফেন্ডার ভানজা কুসিচ নিজেদের বক্সে ফাউল করে বসায় পেনাল্টি পায় ইন্টার। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় রেড স্টারের ইসরায়েলি গোলকিপার ওমরি গ্লেজারকে ফাঁকি দিয়ে গোল করেন তারেমি। সান সিরোয় ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের সঙ্গে ইরান এবং তাদের আরব মিত্রদের চলমান বিরোধ এতে আরও বাড়বে।
তবে ম্যাচ শেষে ইরানের কী অবস্থা, তা তারেমির কাছে জানতে চায়নি ইতালিয়ান সম্প্রচারক টিভি চ্যানেল। তারেমি অবশ্য কথা বলেছেন শুধু নিজের পারফরম্যান্স নিয়েই, ‘গোল করে ভালো লাগছে। সতীর্থদের ধন্যবাদ। গোল করতে একটু সময় লাগল। অনুশীলনে সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’
এদিকে এশিয়া মহাদেশের দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতা এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু-তে আজ রাতে ইরানের ক্লাব ট্রাক্টর এসসির মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের ক্লাব মোহনবাগানের। ম্যাচটির ভেন্যু ছিল ইরানের শহর তাবরিজের ইয়াদেগার-ই ইমাম স্টেডিয়াম। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি খেলতে ইরানে যেতে অস্বীকৃতি জানিয়েছে মোহনবাগান। এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) ম্যাচটির সূচি নতুন করে ঠিক করার অনুরোধ করেছে ভারতের ক্লাবটি।
প্রজন্মনিউজ২৪এম বি
পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসীর তুমুল গোলাগুলি নিহত ১২
ইরাকি হামলায় গোলান মালভূমি ২৬ ইসরায়েলি সেনা হতাহত
রাজশাহীর আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার গ্রেপ্তার
ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির
শেরপুরে বন্যা, আরো ৩ জেলায় শঙ্কা
শেরপুরে বন্যার চরম অবনতির আশঙ্কা বিশেষজ্ঞের
স্ত্রীকে খুনের পর বিদেশে চলে যান স্বামী
চোখের কী হবে জানি না! মাথাভর্তি গুলি নিয়ে ঘুমাতে অনেক কষ্ট হয়