প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৪ ১০:৫৪:০৬
প্রজন্ম ডেক্স: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা রেলস্টেশন এলাকায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। উদ্ধার কার্যক্রম ও লাইন মেরামত শেষে সাড়ে আট ঘণ্টা পর আজ বুধবার সকাল পৌনে ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় বিভিন্ন স্টেশনে ট্রেনে আটকে থাকা যাত্রীরা পড়েন দুর্ভোগে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কারের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। গতকাল মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ট্রেনটি ত্রিশাল স্টেশন অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে রাত ১১টার দিকে ট্রেনটি সামনের পাঁচটি বগি নিয়ে ময়মনসিংহের দিকে চলে যায়। ময়মনসিংহ লোকোশেড উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। তার কাজ শেষ হয় রাত ২টা ১০ মিনিটে। এরপর ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে কাজ করে রেলওয়ে প্রকৌশল বিভাগ। মেরামত শেষে আজ সকালে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কার্তিক চন্দ্র রায় বলেন, গতকাল রাত ৯টা ২০ মিনিট থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগি উদ্ধার ও লাইন মেরামত শেষে আজ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রজন্মনিউজ২৪এম বি
টিউলিপের চিঠির বিষয়ে যা বললেন দুদক চেয়ারম্যান
সেজ্জিল-২: যে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দুঃস্বপ্ন
যুদ্ধবিরতি ভেঙে ‘মিসাইল হামলার’ অভিযোগ অস্বীকার করল ইরান
মার্কিন ঘাঁটিতে হামলার পর রুদ্ধশ্বাস মধ্যরাতে যা যা ঘটলো
জাদুঘরের সামনে বিডিআর সদস্যদের অবস্থান, ‘যমুনা’ ঘেরাওয়ের হুমকি
ইসরাইল হামলা বন্ধ করলে আমরাও হামলা চালাবো না: আরাগচি
ডায়াবেটিক রোগীরা যে দুই মাছ থেকে দূরে থাকবেন