দ্য গ্লোরি’ অভিনেত্রী পার্ক মারা গেছেন

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৩৯:১১

দ্য গ্লোরি’ অভিনেত্রী পার্ক মারা গেছেন

নিজস্বপ্রতিবেদক: নেটফ্লিক্সের জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘দ্য গ্লোরি’–তে অভিনয় করা আলোচিত কোরীয় অভিনেত্রী পার্ক জি আ মারা গেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে  সোমবার (৩০ সেপ্টেম্বর ) তাঁর মৃত্যু হয়েছে। পার্কের বয়স হয়েছিল ৫২ বছর। খবর দ্য কোরিয়া টাইমসের
পার্কের এজেন্সি বিলিয়নস এক বিবৃতিতে লিখেছে, ‘আমরা চিরদিন অভিনয়ের প্রতি তাঁর নিবেদনকে মনে রাখব। তাঁর পরিবারের সদস্যদের জন্য সমবেদনা জানাচ্ছি।’
২০০২ সালে ‘দ্য কোস্টগার্ড’ সিনেমা দিয়ে অভিনয়ে নাম লেখান পার্ক। এরপর ‘এপিটাফ’, ‘ব্লাডি হার্ট’, ‘ক্লিন আপ’–এর মতো সিনেমায় বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের ‘দ্য গ্লোরি’ সিরিজে সং হে কিয়োর মায়ের চরিত্রে অভিনয় করে আলাদা নজর কেড়েছেন এই অভিনেত্রী। চলচ্চিত্র ও সিরিজের বাইরে মঞ্চনাটকেও নিয়মিত অভিনয় করেছেন পার্ক।
আগামী ২ অক্টোবর সিউলে পার্কের শেষকৃত্য হবে।


প্রজন্মনিউজ২৪/বিএইচ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ