শারদীয় দুর্গাপূজায় গুজবে সতর্ক থাকার আহ্বান

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৩২:১৯

শারদীয় দুর্গাপূজায় গুজবে সতর্ক থাকার আহ্বান


নিজস্বপ্রতিবেদক: ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে দুর্গাপূজা উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ‍্যমে গুজব ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত নির্বিঘ্ন রাখতে সবধরনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ লক্ষ‍্যে প্রশাসনের সর্বস্তরে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এ সুযোগে অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে অনেক কাজ করতে পারে। যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। কিন্তু এমন কাজ কাউকে করতে দেওয়া হবে না। বিশেষ করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে দুর্গাপূজা উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ‍্যমে গুজব ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহ নগরীর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষ্যে মণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত বিষয়ে সভায় তিনি এসব কথা বলেন।
উম্মে সালমা তানজিয়া বলেন, এ দেশ সবার। হিন্দু-মুসলিমসহ সবাই মিলে এই দেশ গড়তে হবে। এ নিয়ে গুজব ছড়িয়ে বিভাজন সৃষ্টি করার সুযোগ নেই।

তবে এবার দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের সীমান্ত পেড়িয়ে যাওয়া-আসার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, বিনা পাসপোর্টে এবারের দুর্গাপূজায় দেশের সীমান্ত পাড়ি দিয়ে পূজা উৎসবে যাওয়া-আসার কোনো সুযোগ নেই। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কড়া সতর্কতা জারি করা হয়েছে। সবাইকে এই বিষয়ে সচেতন থাকতে হবে।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা, আনসার ও ভিডিপির উপমহাপরিদর্শক আব্দুল আউয়াল, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক এমএসকে শাহীন, র‍্যাব-১৪-এর অধিনায়ক আলিমুজ্জামান, ময়মনসিংহে অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেট লুৎফুন নাহারসহ ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা ও জামালপুর জেলা প্রশাসনের কর্মকর্তা এবং হিন্দু নেতারা উপস্থিত ছিলেন। সভায় পূজামণ্ডপগুলোতে প্রশাসনের নিরাপত্তার পাশাপাশি মণ্ডপ কমিটির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।


প্রজন্মনিউজ২৪/বিএইচ

এ সম্পর্কিত খবর

ভারতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ইসরাইলি নারী

নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ

দেশে নারী নির্যাতনসহ হেনস্থার ঘটনায় মির্জা ফখরুলের উদ্বেগ

পুলিশ লাঞ্ছিত হলে সর্বোচ্চ শক্তিপ্রয়োগ

বিক্ষোভের শহর ঢাকা : গণতান্ত্রিক পরিবেশের লক্ষণ

জামায়াত ক্ষমতায় গেলে দারিদ্রমুক্ত ও ইনসাফপূর্ণ দেশ গড়া সম্ভব হবে

সিরিয়ায় আসাদ অনুগতদের সাথে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষ, নিহত ৭০

নির্বাচন প্রশ্নে বিএনপি-জামায়াত-এনসিপি ত্রিমুখী দ্বন্দ্ব

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর অধিকার নেই

সব বন্দিকে মুক্তি না দিলে প্রত্যেক ফিলিস্তিনি এবং হামাস সদস্যকে হত্যা করা হবে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ