হিজবুল্লাহ স্থল যুদ্ধের জন্য প্রস্তুত: উপ-প্রধান কাশেম

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:১০:৫২

হিজবুল্লাহ স্থল যুদ্ধের জন্য প্রস্তুত: উপ-প্রধান কাশেম

আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের স্থল আক্রমণের জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছেন গোষ্ঠীটির উপ-নেতা নাঈম কাসেম। সোমবার (৩০ সেপ্টেম্বর) এক অজ্ঞাত স্থান থেকে প্রথমবারের মতো প্রকাশ্যে ভাষণ দিয়ে তিনি এ ঘোষণা দেন।

ইসরায়েলের সর্বশেষ আক্রমণে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর এটি ছিল কাসেমের প্রথম বক্তব্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাঈম কাসেম বলেন, আমরা যেকোনও পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত এবং ইসরায়েল স্থলপথে প্রবেশ করলে আমরা স্থল যুদ্ধে অংশ নিতে প্রস্তুত। ইসরায়েল লক্ষ্য অর্জন করতে পারবে না। আমরা আগেও জয়ী হয়েছি, এবারও জয়ী হবো। এর মাধ্যমে তিনি ২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গ উল্লেখ করেছেন। ওই সময় হিজবুল্লাহ সফলভাবে লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীকে হটিয়ে দিয়েছিল।

বাংলাদেশ সময় বিকেল ৩টায় টেলিভিশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন হিজবুল্লাহর উপ-প্রধান। 

কিছু গণমাধ্যমের সংবাদ অনুসারে, নাসরুল্লাহর উত্তরসূরি হওয়ার অন্যতম দাবিদার নাঈম কাশেম।

এবারের ইসরায়েলি আক্রমণে হিজবুল্লাহ সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে। হাসান নাসরাল্লাহ দলটিকে লেবাননের সবচেয়ে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত করেছিলেন। মধ্যপ্রাচ্যেও এর গুরুত্বপূর্ণ প্রভাব ছিল।

নাঈম কাসেম বলেন, আমরা খুব শিগগিরই দলের নতুন মহাসচিব নির্বাচন করব এবং নেতৃত্বের শূন্যস্থান পূরণ করব।

নাঈম কাসেমের বক্তব্যের কয়েক ঘণ্টা আগে, ফিলিস্তিনি গোষ্ঠী হামাস জানিয়েছে, লেবাননের টাইর শহরে ইসরায়েলি বিমান হামলায় তাদের নেতা ফাতেহ শেরিফ আবু আল-আমিন নিহত হয়েছেন। একই হামলায় তার স্ত্রী ও সন্তানও নিহত হন। বৈরুতের কেন্দ্রে প্যালেস্টাইন মুক্তি সংস্থা (পিএফএলপি)-এর তিন নেতা নিহত হয়েছেন। এটি ছিল লেবাননের রাজধানী সীমানার ভেতরে প্রথম হামলা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে। এদিকে, রাশিয়ার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নাসরাল্লাহর মৃত্যু পুরো অঞ্চলে স্থিতিশীলতা নষ্ট করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত দুই সপ্তাহে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৬ হাজার আহত হয়েছেন।


প্রজন্মনিউজ২৪/এসএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ