ঘোড়াঘাটে গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা জামায়াতের মতবিনিময়

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:৫৭:০০

ঘোড়াঘাটে গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা জামায়াতের মতবিনিময়

 

দিনাজপুর প্রতিনিধি :

 দিনাজপুরের ঘোড়াঘাটে  বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ  জামায়াতে ইসলামী ঘোড়াঘাট  উপজেলা শাখার আয়োজনে ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ঘোড়াঘাট  উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোফাখখায়ের  ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর  দক্ষিণ সাংগঠনিক  জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য আনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।

আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য  দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়বে আমির ও বিশিষ্ট সাংবাদিক  ড.  মুহাদ্দিস এনামুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঘোড়াঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, ঘোড়াঘাট প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সভাপতি তানভীর আহমেদ বাপ্পি,সম্পাদক আরিফুল হক জিমন, সিনিয়র সাংবাদিক  জিল্লুর রহমান, সাংবাদিক মনোরঞ্জন ভুট্টো  প্রমুখ।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার মজলিশে শুরা সদস্য ঘোড়াঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমির বিশিষ্ট সাংবাদিক  আজিজার রহমান , উপজেলা কর্মপরিষদ সদস্য মনোয়ার হোসেন, আইয়ুব আলী,  ঘোড়াঘাট পৌরসভা জামায়াতের আমির সেলিম রেজা, স্থানীয় জামায়াতে যুব সদস্য রাকিব হোসেন, গোলাম রব্বানী,  ঘোড়াঘাট  প্রেসক্লাবের আহবায়ক কমিটির  সভাপতি তানভির  আহমেদ বাপ্পি , সাধারণ সম্পাদক আরিফুল হক জিমন, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান ও উপজেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মী।


প্রজন্মনিউজ২৪


 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ