দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:২৬:২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলার রানীগঞ্জ বাজারের মাছের আড়তসংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে একজনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রানীগঞ্জ বাজারে মাছের আড়তের পাশে দাঁড়িয়ে থাকা ৮টি ভ্যানকে ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ভ্যানগুলো দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের গোফ্ফার হোসেন (৬৮) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০)। আহতরা হলেন- নবানগঞ্জ উপজেলার মোগরপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা (৩৬), হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ধাওয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে আল-আমিন (৩৫) এবং একই এলাকার কাদিপুর গ্রামের মহি উদ্দিনের ছেলে এনামুল হক (৫০)।

এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার প্রিয়ংক কুণ্ডু জানান, সকাল সাড়ে ৭টার দিকে আহত টারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসারত অবস্থায় একজনের মৃত্যু হয়। আহত তিনজনের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করে ট্রাকের চালক দিনাজপুরের কোতয়ালি থানার রামনগর গ্রামের শেখ ওসমান আলীর ছেলে সিদ্দিক হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


প্রজন্মনিউজ২৪/এসএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ