প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:৩৫:২৮
আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘে ভাষণেই বোঝা গিয়েছিল লেবাননের সশস্ত্র সংগঠনের ওপর কতটা ক্ষিপ্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণ দিয়ে বের হয়েই যেন পণ করেন, তার ঘুম হারাম করে দেওয়া হিজবুল্লাহ প্রধানকে তিনি আর দুনিয়াতে রাখবেন না। এরপরই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে নেতানিয়াহু বাহিনী। চালানো হয় মুহুর্মুহু বিমান হামলা। ফেলা হয় টনকে টন বোমা।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত হিজবুল্লাহর ১৪০টির বেশি লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এমন ৮৫টি বাংকার বিধ্বংসী বোমা ফেলা হয়েছে যার প্রতিটি বোমার ওজন ছিল ১ টন করে।
এসব বোমার তথ্য বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল-জাজিরা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কয়েক ঘণ্টার ব্যবধানে ৮৫ টন বোমা ফেলা হয় বৈরুতের বিভিন্ন এলাকায়। এমন নারকীয় হামলায় প্রাণ হারান- ইসরায়েলের বুকে কাঁপন ধরানো নেতা- হাসান নাসরুল্লাহ।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সবকিছু ধ্বংস করে দেওয়ার মতো ভয়ংকর এই বোমা আগেই পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের নীল নকশায় এমন তাণ্ডব চালানোর সাহস করেছে তেলআবিব।
ম্যাগনিয়ার বলেন, ‘আমাদের কাছে ইসরাইলি বিমানবাহিনীর দেয়া তথ্য আছে। তারা বলছে, তারা ৮৫ টন বিস্ফোরক ব্যবহার করেছে। প্রতিটি বোমাই ছিল এক টন ওজনের। এটি একটি বেশ গুরুত্বপূর্ণ তথ্য।’
এই বিশ্লেষকের মতে, ‘এসব বোমা হামলার ফলে (গতকাল) বৈরুতে একটি ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। বৈরুতের বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে আমি কথা বলেছি। তাদের সবার মনে হয়েছে, যেন পাশের ঘরে বোমা পড়ছে। বৈরুতের মতো একটি শহরে এটি সত্যিই একটি ভয়ংকর পরিস্থিতি।’
তবে ছেড়ে কথা বলছে না লেবাননেন সশস্ত্র গোষ্ঠীটিও। তারাও ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক চালিয়ে যাচ্ছে রকেট হামলা। বিশেষ করে ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটি ও পশ্চিমে আল-জালিল অঞ্চলের কাবরি বসতিতে ভয়াবহ হামলা চালায় প্রতিরোধ যোদ্ধারা। হামলায় ফাদি-১ ও ফাদি-৩ রকেট ব্যবহার করা হয়।
প্রজন্মনিউজ২৪/এসএ
পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসীর তুমুল গোলাগুলি নিহত ১২
ইরাকি হামলায় গোলান মালভূমি ২৬ ইসরায়েলি সেনা হতাহত
ভারতকে প্রধান সরবরাহকারী কেন্দ্র তৈরী ঘোষণা অ্যাপলের
রাজশাহীর আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার গ্রেপ্তার
সাবেক রাষ্ট্রপতি ড. বদরুদ্দোজা চৌধুরী আর নেই
শেরপুরে বন্যা, আরো ৩ জেলায় শঙ্কা
শেরপুরে বন্যার চরম অবনতির আশঙ্কা বিশেষজ্ঞের
স্ত্রীকে খুনের পর বিদেশে চলে যান স্বামী
টিকিট জটিলতায় স্বপ্নভঙ্গ ১৮ হাজার শ্রমিককে সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
রাজশাহীতে বেড়েছে চাল ও কাঁচা মরিচের দাম, কমেনি ডিম ও সবজির দাম