IIUCতে মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত 

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪৮:২৩

IIUCতে মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত 

ক্যাম্পাস প্রতিনিধি: আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সম্মিলিত ডিপার্টমেন্ট ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

শনিবার(২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে বাদ যোহর  কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মুল কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী। এতে প্রাধান আকর্ষণ ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সুরকার গীতিকার ও কবি চৌধুরী গোলাম মাওলা। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুমের প্রাক্তন সংগীত পরিচালক দিদারুল ইসলাম, সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর সংগীত পরিচালক হাদিউজ্জামান বুলবুল প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

স্বাগত বক্তব্য এ ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, ইসলাম মানবতার ধর্ম।পৃথিবীতে মানবতা যখন বিপন্ন,মানুষ যখন জাহেলিয়াতে অন্ধকারে নিমজ্জিত ঠিক তখন শেষ নবী হযরত মোহাম্মদ(সা:)কে আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমত স্বরুপ পাঠিয়েছেন। আল্লাহর বিধান ও রাসূলের দেখানো পদ্ধতি অনুসরণ করে মানবতার কল্যাণে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, ইসলাম পরিপূর্ণ ধর্ম, জীবনের সবক্ষেত্রেই ইসলামের বিধান অনুসরণ করলেই একজন সফল মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। তিনি পরিবারের সবাইকে ইসলামি তাহযিব তামুদ্দুনের আলোকে গড়ে তোলার আহ্বান জানান। 

এরপর বিভিন্ন শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন।এসময় গান কবিতা নাটিকা কৌতুক উপভোগ করেন দর্শকেরা। অতিথি শিল্পীদের পাশাপাশি গান পরিবেশ করেন পারাবাব সাহিত্য সংস্কৃতিক সংসদ, কান্ডারী সাহিত্য সাংস্কৃতিক সংসদ, দর্পণ সাহিত্য সংসদ ও বিভিন্ন ক্লাবের শিল্পী বৃন্দ।পরে অতিথিবৃন্দের হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।


প্রজন্মনিউজ২৪

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ