প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪৫:৩০
রাবি প্রতিনিধি:
গত ৫ আগস্ট শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকার থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন জুলাইয়ের ছাত্র হত্যার মাস্টারমাইন্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে তার ছবিতে গণ জুতা নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ প্রতিযোগিতার আয়োজন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের জন্য পুরুস্কারেরও ব্যবস্থা রাখা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকটি বাঁশের মধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনার ছবি টাঙান শিক্ষার্থীরা। এদিকে, প্রায় ১৩ মিটার দূরত্ব থেকে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করতে দেখা যায় শিক্ষার্থীদের। একজন শিক্ষার্থী ১০টি জুতা মারার সুযোগ পাচ্ছেন, সেখানে থেকে পাঁচটি জুতা শেখ হাসিনার ছবিতে লাগাতেই পারলেই সেই শিক্ষার্থী পেয়ে যাচ্ছেন একটি আড়াইশো মিলি মোজো কোল্ড ড্রিংকস। এভাবেই একের পর এক শিক্ষার্থীকে জুতা নিক্ষেপ করতে দেখা যায় এ প্রতিযোগিতায়।
শিক্ষার্থীদের এমন আয়োজনের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে গণ হত্যার দিকে নিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। শিক্ষার্থীদেরকে নির্বিচারে হত্যা করেছেন তিনি। শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট সরকার ছিলেন এবং তার শাসনামল ছিল বাঙালি জাতির জন্য এক কলঙ্কময় অধ্যায়, যার ফলে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীরা এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন।
এসময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাফিজুল ইসলাম বলেন, আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় তখন তার জন্মদিন খুব ধুমধাম করে পালন করা হতো। তার জন্মদিন উপলক্ষে রাষ্ট্রের মোটা অংকের টাকা অপচয় করা হতো। যেহেতু আমরা একটা বিপ্লবের মাধ্যমে বিজয় অর্জন করেছি তাই বিপ্লবের মধ্য দিয়ে তার জন্মদিন পালনের আয়োজন করেছি। আমরা তার ছবিতে জুতা নিক্ষেপের মাধ্যমে এই দিনটি পালন করছি।
ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, এতদিন আমাদের দেশে স্বৈরাচার সরকার ছিল। শেখ হাসিনা যে স্বৈরাচারী কর্মকাণ্ড করেছে তা জাতি কাছে
স্বরণ করিয়ে রাখতে আমরা এ আয়োজন করেছি। সে যেন এই দেশে আর ফিরে আসতে না পারে সেই জন্য আজকের এই জুতা নিক্ষেপের আয়োজন।
প্রজন্মনিউজ২৪/এসএ
পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসীর তুমুল গোলাগুলি নিহত ১২
ইরাকি হামলায় গোলান মালভূমি ২৬ ইসরায়েলি সেনা হতাহত
ভারতকে প্রধান সরবরাহকারী কেন্দ্র তৈরী ঘোষণা অ্যাপলের
রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ
রাজশাহীর আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার গ্রেপ্তার
সাবেক রাষ্ট্রপতি ড. বদরুদ্দোজা চৌধুরী আর নেই
ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির