ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা আ’লীগের কোষাধ্যক্ষ গ্রেপ্তার

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:৫৬:৫৬

ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা আ’লীগের কোষাধ্যক্ষ গ্রেপ্তার


সাতক্ষীরা  প্রতিনিধি: স্বপরিবারে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাসকে (৫৮) গ্রেপ্তার করেছে বিজিবি। শনিবার সকালে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে। 

আটককৃতের নাম রাজেশ্বর দাস। তিনি সাতক্ষীরা আশাশুনির সরাপপুর এলাকার মৃত কার্তিক চন্দ্র দাস এর ছেলে ও জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য, উপজেলা আওয়ামী লীগের সদস্য।সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ওই আওয়ামিলীগ নেতাকে আটক করেছেন তারা। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্য পাওয়া গেছে।প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ২০০৮ সালে জাল টাকার একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল/আধিপত্য বিস্তার ও দূনীতির বিস্তার অভিযোগ রয়েছে বলে জানা যায়। 

আটককৃত আওয়ামীলীগ নেতাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।  


প্রজন্মনিউজ২৪/আরাফাত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ