প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:৩৩:৫৪ || পরিবর্তিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:৩৩:৫৪
নিউজ ডেস্ক:
ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে সেই অর্থ বিদেশে পাচার করেছেন কি না, সে তথ্য যাচাই করতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ৯ সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীর ঋণ ও আমানতের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সাম্প্রতি বিএফআইইউ থেকে ব্যাংকগুলোকে চিঠির মাধ্যমে এসব ব্যক্তির নিজ ও যৌথ প্রতিষ্ঠানের নামে আমানত ও ঋণের হিসাব, একইসঙ্গে অ্যকাউন্ট খোলার তারিখ থেকে অদ্যাবধি লেনদেনের হিসাব চাওয়া হয়েছে।
যাঁদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে, তাঁরা হলেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
জানা যায়, সাবেক এই মন্ত্রী-এমপিদের নিজ ও যৌথ প্রতিষ্ঠানের নামে সব ধরনের আমানত ও ঋণের হিসাবের বিস্তারিত তথ্যের পাশাপাশি হিসাব খোলার পর থেকে এখন পর্যন্ত সব লেনদেনের হিসাব চেয়েছে বিএফআইই। এ ছাড়া সঞ্চয়পত্র ও ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক সরকারের কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে অনেকের ব্যাংক হিসাব জব্দ ও তথ্য তলব করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার একসঙ্গে নয়জন এমপি-মন্ত্রী ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ।
প্রজন্মনিউজ২৪/এসএ
পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসীর তুমুল গোলাগুলি নিহত ১২
ইরাকি হামলায় গোলান মালভূমি ২৬ ইসরায়েলি সেনা হতাহত
ভারতকে প্রধান সরবরাহকারী কেন্দ্র তৈরী ঘোষণা অ্যাপলের
রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ
রাজশাহীর আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার গ্রেপ্তার
সাবেক রাষ্ট্রপতি ড. বদরুদ্দোজা চৌধুরী আর নেই
ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির