প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪৯:১৪
বগুড়াপ্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্র ইউনিয়নের বারোকাউনিয়া গ্রামের মসজিদের পুকুরের জমি জবর দখল করার প্রতিবাদে মানববন্ধন করে অত্র গ্রামের জনসাধারণ ও সমজিদ কমিটি।
এর পূর্বে দীর্ঘদিন যাবত ধরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিরা জোর করে পুকুরটি দখর করে আসতেছিলো।জালিম সরকারের পতনের পর মসজিদ কমিটি ও সাধারণ জনগণ প্রথমে তাদের বারোকাউনিয়া গ্রামে মানববন্ধন করে তারপর শিবগঞ্জ থানার সামনে গিয়ে বেশ কিছুক্ষণ মানববন্ধন করে গ্রাম্য জনসাধারণ।
এ সময় মানববন্ধনে গ্রামবাসীরা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের শাষণ আমলের পূর্ব পর্যন্ত পুকুরটি মসজিদের ছিলো।পরবর্তীতে আওয়ামীলীগ ক্ষমতায় আসায় পরে মসজিদের পুকুরটি জোর করে দখল করে নেয় মোজহার আলী নাজু সাবেক যুবলীগ নেতা,চৈতন্য তালুকদার সাবেক আওয়ামী লীগ নেতা। তারা সংখ্যা লঘুর কথা বলে মসজিদের কমিটি ও গ্রামবাসীদের কে গুলি করার ভয় দেখায়।
গ্রামবাসী মসজিদের উন্নয়নের জন্য পুকুরটি মসজিদ কমিটির লোকদের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের স্মরণাপন্ন হোন।
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসির সাথে কথা বলা হলে তিনি জানান, বাদিরা অভিযোগ করেছে তার ভিত্তিতে আইন অনুয়ায়ী বিচার করা হবে। আর জমির আসল মালিককে দখন মুক্ত করার ব্যবস্থা করা হবে।
প্রজন্মনিউজ২৪
ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির
স্ত্রীকে খুনের পর বিদেশে চলে যান স্বামী
টিকিট জটিলতায় স্বপ্নভঙ্গ ১৮ হাজার শ্রমিককে সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
রাজশাহীতে বেড়েছে চাল ও কাঁচা মরিচের দাম, কমেনি ডিম ও সবজির দাম
চোখের কী হবে জানি না! মাথাভর্তি গুলি নিয়ে ঘুমাতে অনেক কষ্ট হয়
পটুয়াখালীতে যৌথ অভিযান সোহাগ মাঝি গ্রেফতার
পররাষ্ট্রসচিবের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নিতে জোর থাকবে