প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:৪৪:৪২
রাবি প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালিত হয়। এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান ‘আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’‘নারায়ে তাকবীর, আল্লাহ আকবর’‘বিশ্ব নবীর দুশনমনেরা হুশিয়ার সাবধান’‘দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ’‘আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা’‘মোদির দালালেরা হুঁশিয়ার সাবধানে’‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো’ ইত্যাদি স্লোগান ও লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ভারতের পুরোহিত ধর্মীয় অনুভূতিতে কটূক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ কুটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। ভারত সেকুলারিজমের নামে অন্য ধর্মের উপর বারবার আঘাত করতে পারে না।
ভারত ও ইজরাইলকে বর্বর আখ্যা দিয়ে তারা বলেন, বিশ্বের ইতিহাসে দুইটা বর্বর জাতি রয়েছে, ইসরাইল আর ভারত। ইসরায়েল যেভাবে অন্য রাষ্ট্রকে গ্রাস করে ভারতও আমাদের গ্রাস করতে চায়। ভারত আমাদের আগস্টে বন্যার মধ্যে রেখে অমানুষের পরিচয় দিয়েছি। এখন তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বর্বর জাতি হিসেবে সবার মাঝে প্রমাণ দিয়েছে। ভারতের পুরোহিত ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করেছে এবং বিজেপি সরকার তা সমর্থন দিয়ে গেছে। যা একটা সভ্য জাতির পক্ষে সম্ভব না। যুগে যুগে রাসুলের নামে মিথ্যাচার করেছিল পরবর্তীতে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি অথচ রাসুলের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়েছে।
সমাবেশে শিক্ষার্থীরা আরও বলেন, সারাবিশ্বে নবীকে নিয়ে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে মুসলমানরা সবসময় প্রস্তুত। দেশ থেকে স্বৈরাচার হটিয়েছি ভারতের দালালকেও হঠাতে সময় নিব না। ভারতের বাক স্বাধীনতা যদি হয় রাসুলকে নিয়ে অপমান করা মুসলমানদের স্বাধীনতা হাত দিয়ে তাদের দুনিয়া থেকে উৎখাত করা। প্রতিবাদ সমাবেশে প্রায় পাঁচশতাধিক শতাধিক রাবি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রজন্মনিউজ২৪/এইচআর
রাজশাহীর আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার গ্রেপ্তার
ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির
চোখের কী হবে জানি না! মাথাভর্তি গুলি নিয়ে ঘুমাতে অনেক কষ্ট হয়
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রশিবিরের কর্মী সমাবেশ সম্পন্ন
শুক্রবার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের ওপর হামলার মদদদাতা সেই জাবি শিক্ষক জবিতে আটক
গুতেরেসের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব নিরাপত্তা পরিষদ
সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য তলব
রাবি অধ্যাপকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি