প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০২:৪৫:৪৫
কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে সুশাসন ও প্রতিষ্ঠায় (রাঃ)এর কর্মপদ্ধতি
নিজস্বপ্রতিনিধি : তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মুফতি আবু ইউসুফ খান , ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে আলোচনা সভায় রাসুলুল্লাহ (সাঃ)এর "কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কর্মপদ্ধতি" সম্পর্কে আলোচনা
এসময় তিনি বলেন- কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কর্মপদ্ধতি ছিল অসাধারণ। সুশাসন ও ন্যায় বিচার থেকে বিচ্যুত একটি জাতিকে ধ্বংস করে দেয়। ন্যায়বিচার ছাড়া কখনো সভ্য সমাজ ও উন্নত রাষ্ট্র গড়ার কল্পনা করা যায় না। তাই ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সর্বক্ষেত্রে আমাদের ন্যায়পরায়ণতা ও সুবিচার কায়েম করতে হবে। সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসাধারণ।
ডক্টর আবু ইউসুফ খান আরো বলেন রাসূলুল্লাহ ন্যায় বিচারের মাধ্যমে তৎকালীন অন্ধকারাচ্ছন্ন স্বর্ণযুগে রূপান্তর করেছিলেন। তার ইন্তিকালের পর খোলাফায়ে রাশেদিন এই মিশন অর্ধপৃথিবীর উপর প্রতিষ্ঠিত করেছিলেন। আজকের এই একবিংশ শতাব্দীতেও যদি তার অনুসরণে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হয় তাহলে সমাজ থেকে অন্যায়, অশান্তি দূরীভূত হবে এবং বিশ্বময় শান্তি প্রতিষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক নুরুল ইসলাম, মাওলানা জাকির হোসাইন শেখ, মাওলানা মহিউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক কাজী আনিসুর রহমান ও মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
প্রজন্মনিউজ২৪/এইচআর
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত, ফল ২১ জুলাই
ইসরাইলকে শাস্তি না দিলে আক্রমণের হুঁশিয়ারি ইরানের
সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘাতে ৫৯৪ জনের প্রাণহানি
মধ্যরাতে এনসিপির তোরণে দুর্বৃত্তদের আগুন
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ২য় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ থাকছে
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ সদস্যকে প্রত্যাহার
এনসিপির কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে পুলিশের বাড়তি নিরাপত্তা
আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে হবে জুলাই শহীদদের