প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:৪১:২৬ || পরিবর্তিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:৪১:২৬
জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে থেকে ভিসি নিয়োগের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-
ইতিহাস বিভাগের অধ্যাপক সেলিম হোসেন বলেন, আমরা জানি ২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, এখন ২০২৪ সাল চলছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একজনও উপাচার্য পাইনি। এর আগেও এ দাবীটি উত্থাপিত হয়েছে, কিন্তু আমার কোন সাড়া পাইনি সরকারের পক্ষ থেকে। এবারের আন্দোলনটা একটু ভিন্ন পরিবেশ থেকে তৈরি হয়েছে এবং ভিন্নভাবে সংঘটিত হচ্ছে। এর আগে কেবলমাত্র দাবীতি উত্থাপিত হয়েছিল শিক্ষকদের পক্ষ থেকে শুধু, তবে এবার বিশ্ববিদ্যালয় পরিবার বলতে আমরা যা বুঝি শিক্ষক-শিক্ষার্থী- কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, বিশ্ববিদ্যালয় পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শিক্ষার্থীদের পক্ষ থেকে এবারের দাবী উত্থাপিত হয়েছে। সুতরাং এবারের দাবীটি একটি সম্মিলিত দাবী, এটি বিশ্ববিদ্যালয়ের পরিবারের দাবি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা উপাচার্য চাই।
ফিন্যান্স বিভাগের অধ্যাপক ওমর ফারুক বলেন, আমরা যা করছি সেভাবে আমাদের দাবি পূরণ হবে না। আমাদের আন্দোলনের গতিবিধি পরিবর্তন করতে হবে। আমাদের উচিত সব শিক্ষক-শিক্ষার্থী মিলে প্রেসক্লাবের সামনে গিয়ে আন্দোলন করতে হবে। এখানে আমাদের ক্যাম্পাসের ভেতর আন্দোলন করলে আমাদের দাবি পূরণ হবে না।
ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক বেলাল হোসেন বলেন, আমার বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ের থেকে ভিসি পাবো।আমাদের ধারাবাহিক কর্মসূচীর ফলে জগন্নাথ থেকে ভিসি পাওয়া যে আগ্রহ ছিল সেইটি কমে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি।আমরা শিক্ষক,শিক্ষার্থী , কর্মকর্তা ও কর্মচারী যে ধারাবাহিক আন্দোলন করেছি সেইটি কেন্দ্রে পযন্ত পোঁছে গেছে। আমরা গন সাক্ষার কর্মসূচী করে জমা দিয়েছি।আমাদের আন্দোলন বৃথা যাওয়ার কোন সুযোগ নাই।আমরা প্রশ্ন আমরা জগন্নাথ থেকে কেন ভিসি চাই?গত ১৯ বছরে আমরা দেখেছি একটি ভবন ছাড়া আর কোন কিছু হয় নাই।আমরা চাই আমাদের এই ক্যাম্পাস নতুন ক্যাম্পাস আমারা সাজিয়ে ফেলতে চাই।তাই আমাদের শিক্ষকদের মধ্যে থেকে ভিসি দরকার।
সহকারী রেজিস্ট্রার সিরাজুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ৭০০ শিক্ষক আছে।তার মধ্যে ১ম গ্রেডের শিক্ষক আছে ১৫০ জন।আমাদের বিশ্ববিদ্যালয়ের ১ম গ্রেডের শিক্ষকেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রফেসর হতে পারলে জগন্নাথ কেন ভিসি হতে পারবেন।আমাদের শিক্ষকেরা বিদেশে থেকে উচ্চ শিক্ষা গ্রহন করে বিশ্ববিদ্যালয়ের এসে জ্ঞান চর্চা করে ও বিতরণ করে। জগন্নাথ থেকে ভিসি না দেওয়া একটাই কারণ হলো ঢাকার বুকে তারা আরেকটা বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠুক ওরা চায় না।তাই আমাদের একটাই দাবি জগন্নাথ থেকে ভিসি চাই।
সমাবেশে পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আমাদের এখানে বাহিরের ভিসি এসে বিশ্ববিদ্যালয় থেকে লুটপাট করে করে চলে যায়, কোন জবাবদিহি করতে হয় না। যদি বাহির থেকে ভিসি আসে গেইটে তালা ঝুলবে, ক্যাম্পাস অচল করে দিবো। আন্দোলনের মাধ্যমে আমরা যেভাবে খুনি হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছি তেমনি আমাদের দাবী আদায় করে ছাড়বো।
প্রজন্মনিউজ২৪/এসএ
ছাত্র-জনতার মিছিলে গুলি এপিবিএন সুজন ৩ দিনের রিমান্ডে
বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হতে ২০২৬
শ্রম আইন সংশোধন করে শ্রমিকের অধিকার নিশ্চিত করুন- আতিকুর রহমান
পবিপ্রবিতে দিনব্যাপী ক্রয় এবং আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা
হল উদ্ধার নিয়ে ভূয়া তথ্য ছড়াচ্ছে জবি শিক্ষার্থী বকর
আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১
মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা, ৩ দিনের রিমান্ডে মেনন
আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ
মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার