প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:০১:১৮
আন্তর্জাতিক ডেস্ক:
ভয়াবহ বন্যায় বিধ্বস্ত বাংলাদেশের জন্য জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে ৪০ লাখ মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, জাতিসংঘের ভারপ্রাপ্ত জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস মাসুয়া বাংলাদেশে ক্ষতিগ্রস্ত প্রায় ৬০ লাখ মানুষকে বন্যা মোকাবিলায় এই অর্থ বরাদ্দ করেছেন।
তথ্য বলছে, বন্যায় ৩ হাজার ৪০০টির বেশি আশ্রয়কেন্দ্রে প্রায় ৫ লাখ মানুষ আশ্রয় নেওয়ার কথা জানা গেছে। বন্যার কারণে সাত হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। এতে প্রায় ১৭ লাখ স্কুলশিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে পশু ও মৎস্যসম্পদ খাতে ১৫ কোটি ৬০ লাখ ডলার ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় রেমাল এবং চলমান বিধ্বংসী আকস্মিক বন্যাসহ এ বছর বাংলাদেশ চারটি বড় জলবায়ু সম্পর্কিত দুর্যোগের কবলে পড়েছে। তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমাল, উত্তর–পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে বন্যা এবং এবারের এ আকস্মিক বন্যার ঘটনায় গত মে মাসের শেষ থেকে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রজন্মনিউজ২৪/এসএ
বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হতে ২০২৬
শ্রম আইন সংশোধন করে শ্রমিকের অধিকার নিশ্চিত করুন- আতিকুর রহমান
পবিপ্রবিতে দিনব্যাপী ক্রয় এবং আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা
হল উদ্ধার নিয়ে ভূয়া তথ্য ছড়াচ্ছে জবি শিক্ষার্থী বকর
আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ
মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
ভারতে ফের মাস্ক পড়া বাধ্যতামূলক
আয়নাঘর পরিদর্শনের ক্ষমতা পেল গুমের তদন্ত কমিশন