জাহান্নাম থেকে বাঁচলে জীবন সফল

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১৩:৫৫

জাহান্নাম থেকে বাঁচলে জীবন সফল

প্রজম্ম ডেস্ক: পতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর অবশ্যই কিয়ামতের দিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে । সুতরাং যাকে জাহান্নাম থেকে  দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। (আলে ইমরান :১৮৫)

হে আমাদের প্রতিপালক আমাদের কল্যাণ দান  করো এবং পরকালেও কল্যাণ দান করো নামের রক্ষা কর।আর আমাদেরকে জাহান্নামের থেকে রক্ষা কর।

জাহান্নাম থেকে বাঁচার উপায় আল্লাহর পথে জিহাদ :আল্লাহ সুবাহানাল্লাহ তা'আলা নিজে বলেছেন এমন এক ব্যবসার সন্ধান দেবো,যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবে আর সে কাজ হল আল্লাহর পথে জিহাদ করা। তাই সেই দাউ দাউ করা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের সকলকে আল্লাহর আইন সকল ক্ষেত্রে চালু করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য এগিয়ে যেতে হবে। 

হে ঈমানদারগণ আমি কি তোমাদের এমন এক ব্যবসার সন্ধান দেবো না, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে??( সুরা সফ:১০)তাই সকল অবস্থায় আল্লাহর প্রতি শুকরিয়া করা মুসলমানদের কর্তব্য। 


প্রজন্মনিউজ২৪/রহমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ