প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০৫:৫৪ || পরিবর্তিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০৫:৫৪
ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলায় জড়িত বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের কতিপয় শিক্ষার্থীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে সংবাদ সম্মেলনে এ দাবি করেন ববি শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বরিশাল এয়ারপোর্ট থানায় ওসির সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ভাইকে কেন্দ্র করে বিচারের ধার্যকৃত জরিমানার টাকা আদায় করতে গেলে বিএম কলেজ শাখার ইশা ছাত্র আন্দোলন সভাপতি রাজুসহ পঞ্চাশ জন মিলে অতর্কিত হামলা করে, তাদেরকে দ্রুত সঠিক তদন্ত করে বিচারের দাবি জানাই।
তারা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ আলাদা নয়৷ আমরা একই৷ কিন্তু সন্ত্রাসী ও সাধারণ শিক্ষার্থী এক হতে পারে না৷ যারা আমাদের উপর সসস্ত্র হামলা করেছে তাদের বাংলাদেশের দন্ডবিধি অনুযায়ী শাস্তির দাবি করি৷
শিক্ষার্থীরা দাবি করেন, মেডিকেলে বিএম কলেজের কোন শিক্ষার্থী আহত নেই৷ আমাদের ৮০ শিক্ষার্থী এখনো মেডিকেলে ভর্তি আছে৷ সুতরাং, শিক্ষার্থীদের হামলার বিচার চাই৷
উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করে বিএম কলেজের শিক্ষার্থীরা। পরে রাতভর বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্য দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে, এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আহত হয়ে শেরে বাংলা মেডিকেলে চিকিৎসাধীন।
প্রজন্মনিউজ২৪/নাফিস
ছাত্র-জনতার মিছিলে গুলি এপিবিএন সুজন ৩ দিনের রিমান্ডে
বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হতে ২০২৬
শ্রম আইন সংশোধন করে শ্রমিকের অধিকার নিশ্চিত করুন- আতিকুর রহমান
পবিপ্রবিতে দিনব্যাপী ক্রয় এবং আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা
হল উদ্ধার নিয়ে ভূয়া তথ্য ছড়াচ্ছে জবি শিক্ষার্থী বকর
আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১
ব্যাংক খাতের তারল্য সংকট উত্তরণে অর্থ সহায়তা চাওয়া হয়েছে
মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা, ৩ দিনের রিমান্ডে মেনন
আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ
মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার