খুলনায় মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ কার্যালয়ে ঢুকে কিশোরকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৮:৫২

খুলনায় মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ কার্যালয়ে ঢুকে কিশোরকে পিটিয়ে হত্যা

প্রজন্ম ডেক্স: খুলনায় মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উত্তেজিত জনতা গতকাল বুধবার রাতে উপপুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে ঢুকে তাকে পিটিয়ে হত্যা করে। কার্যালয়টি খুলনা নগরের সোনাডাঙ্গা আবাসিক (দ্বিতীয় পর্যায়) এলাকায় অবস্থিত। নিহত কিশোর খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। তাঁর বাড়ি খুলনা নগরে।

খুলনার উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, ওই কিশোরের বিরুদ্ধে মামলা ও তাকে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি শান্ত হয়নি। উত্তেজিত জনতা কিশোরকে পিটিয়ে হত্যা করেছে।

পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার মহানবীকে (সা.) নিয়ে ওই কিশোর ফেসবুকে কটূক্তি করে বলে অভিযোগ পাওয়া যায়। পরের দিন বুধবার দুপুরে ওই কিশোর নগরের টুটপাড়া এলাকায় কোচিং সেন্টারে গেলে তার বন্ধুরা তাকে আটকায়। কেন সে এমন কথা বলেছে, তা জানতে চায়। খবর পেয়ে ওই কিশোরের বাবা কোচিং সেন্টারে যান। তিনি ছেলে ও অন্যদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখান থেকে তাদের পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

বিকেলের দিকে কিশোরের বাবা ও কয়েকজন শিক্ষার্থী উপপুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে যান। ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত জনতা ওই কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ও নৌবাহিনীর অনেক সদস্য সেখানে যান। তাঁরা আইনের মাধ্যমে অভিযুক্তের বিচারের আশ্বাস দেন। কিন্তু উত্তেজিত জনতা তা শোনেনি। রাত ১১টার দিকে বিক্ষোভকারীরা গেট ভেঙে কমিশনারের কার্যালয়ের মধ্যে ঢুকে ওই কিশোরকে পিটুনি দেয়। পুলিশ একপর্যায়ে জনতাকে কার্যালয় থেকে বের করে দেয়।

রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর সাঁজোয়া যানে কড়া নিরাপত্তার মধ্যে ওই কিশোরকে পুলিশ কার্যালয়ের বাইরে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানতে পেরে উত্তেজিত জনতা সেনাবাহিনীর গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে। রাত আড়াইটার দিকে উপপুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, গণপিটুনিতে ওই কিশোর মারা গেছে।


প্রজন্মনিউজ২৪/ এম বি

এ সম্পর্কিত খবর

ছাত্র-জনতার মিছিলে গুলি এপিবিএন সুজন ৩ দিনের রিমান্ডে

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হতে ২০২৬

শ্রম আইন সংশোধন করে শ্রমিকের অধিকার নিশ্চিত করুন- আতিকুর রহমান

পবিপ্রবিতে দিনব্যাপী ক্রয় এবং আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

হল উদ্ধার নিয়ে ভূয়া তথ্য ছড়াচ্ছে জবি শিক্ষার্থী বকর

মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা, ৩ দিনের রিমান্ডে মেনন

আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ

মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ভারতে ফের মাস্ক পড়া বাধ্যতামূলক

তাপমাত্রা ‍নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ