প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:২৪:৫৪
নিউজ ডেস্ক:
আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রিমান্ড শেষে হবার আগেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড চলাকালে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আক্কাস মিয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, আসামি হাজী মোহাম্মদ সেলিমকে রিমান্ডে পেয়ে হাইকোর্টের নির্দেশনা মেনে সতর্কতার সাথে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তার কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আসামি কথা বলতে পারেন না এবং শারীরিকভাবে অসুস্থ। তার শারীরিক অবস্থা ভালো না থাকায় এবং সে কথা বলতে না পারায় তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২ সেপ্টেম্বর একই আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে মহানগর ডিবি কার্যালয়ে পাঁচদিনের রিমান্ডের মধ্যে দুইদিনের রিমান্ড চলাকালীন অবস্থায় অসুস্থ হয়ে পড়েন হাজী সেলিম।
পরে তাকে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
প্রজন্মনিউজ২৪/এসএ
শিল্পী মানবেন্দ্রর বাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৮ জন কারাগারে
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে এবার ‘তামাশা’ বললেন ট্রাম্প, সেরার তালিকায় রাখতে নারাজ
এবার চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হলো
আবারও কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার
গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরাইলের
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও
টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, যা বলল যুক্তরাষ্ট্র
সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি