প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪২:১৩
নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গাজীপুরে ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করেছে ডুয়েট প্রশাসন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ২০২৪) ডুয়েটের নবনিযুক্ত ভারপ্রাপ্ত উপাচার্য ড. আরেফিন কাওসারের সভাপতিত্বে সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, অফিস প্রধান, হল প্রভোস্ট, সহকারী প্রভোস্ট সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পৃথক দুটি নোটিশের মাধ্যমে উক্ত বিষয় নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উক্ত নোটিশে উল্লেখ করা হয় যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক সম্পৃক্ততার প্রমান পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাধারন শিক্ষার্থীদের উপর জুলুম-নির্যাতন এবং সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা অন্যতম দাবি ছিল সাধারন শিক্ষার্থীদের। এছাড়াও অপরাধীদের শাস্তি, আবাসিক হলে শতভাগ সিটের ব্যবস্থা, নিয়োগ বৈষম্য দূর করা, অবিলম্বে ২য় ক্যাম্পাস চালু এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবার মান উন্নয়নের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
ছাত্র রাজনীতি এবং সংগঠন নিষিদ্ধের দাবী মেনে নেওয়ার পাশাপাশি অন্যান্য দাবী গুলোও অবিলম্বে বাস্তবায়ন হবে এই প্রত্যাশা সাধারন শিক্ষার্থীদের।
প্রজন্মনিউজ২৪/শিহাব উদ্দিন
পবিপ্রবিতে দিনব্যাপী ক্রয় এবং আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা
হল উদ্ধার নিয়ে ভূয়া তথ্য ছড়াচ্ছে জবি শিক্ষার্থী বকর
আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ
ভারতে ফের মাস্ক পড়া বাধ্যতামূলক
আয়নাঘর পরিদর্শনের ক্ষমতা পেল গুমের তদন্ত কমিশন
স্বৈরাচারের অবসান যেভাবে হয় ও জুলুমতন্ত্রকে একই ভাবে হটাতে হবে
বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের পাশে জামায়াত
পেঁপেগাছ সরাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু
উপাচার্য নিয়োগের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
১৫ দফা প্রস্তাব উচ্চশিক্ষা সংস্কারে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজের