প্রকাশিত: ২৩ অগাস্ট, ২০২৪ ০৭:২২:৫০
অনলাইন ডেস্ক:
বন্যায় একটা বড় সমস্যা হলো, চারদিকে অথৈ পানি থাকা সত্ত্বেও বিশুদ্ধ ও সুপেয় পানির বড়ই অভাব থাকে। টিউবওয়েলগুলো পানিতে নিমজ্জিত থাকে। পানির অন্যান্য উত্সগুলোও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। দূষিত পানি পান করে মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তাই এই সময় দূষিত পানিকে বিশুদ্ধ করার উপায় জানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
হ্যালোজেন: নানা রকম ট্যাবলেট ব্যবহার করে পানি বিশুদ্ধ করা যায়। এর মধ্যে হ্যালোজেন অতি পরিচিত ট্যাবলেট। প্রতি তিন লিটার পানিতে একটি ট্যাবলেট গুলিয়ে রেখে দিলে এক ঘণ্টা পর তা থেকে বিশুদ্ধ পানি পাওয়া যায়। পটাশ: ২৪ লিটার পানিতে এক গ্রাম পটাশ মিশিয়ে ছয় ঘণ্টা রেখে দিলে সেই পানি বিশুদ্ধ হয়ে যায়।
ফিটকিরি: পানি বিশুদ্ধকরণ বড়ি ও ফিটকিরির মাধ্যমে পানিবাহিত ভাইরাসজনিত জন্ডিসের জীবাণু ধ্বংস হয় না। পানিবাহিত জন্ডিস প্রতিরোধের জন্য পানিকে টগবগ করে অন্তত ১৫ মিনিট ফুটাতে হবে। পানিবাহিত জন্ডিস শিশু ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। গর্ভাবস্থায় জন্ডিস মায়ের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি গর্ভস্থ শিশুর জন্যও ঝুঁকির কারণ হতে পারে। গর্ভাবস্থায় জন্ডিসের কারণে প্রসব পরবর্তী রক্তপাত বৃদ্ধি ও লিভারের তীব্র অসুস্থতার কারণে জীবন আশঙ্কাপূর্ণ হতে পারে। তা ছাড়া এ কারণে গর্ভপাত, অকাল প্রসব, গর্ভে মৃত সন্তান এবং গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। কাজেই পানি ফুটিয়ে পান করাই নিরাপদ। এর পরিবর্তে নলকূপের পানিও পান করা যাবে।
আয়োডিন: এক লিটার পানিতে দুই শতাংশ আয়োডিনের দ্রবণ মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই পানি বিশুদ্ধ হয়ে যায়। তবে এই কাজটি শুধুমাত্র দক্ষ কারও মাধ্যমে করার পরামর্শ দিয়েছেন মিস্টার মুঈদ। কেননা পানি ও আয়োডিনের মাত্রা ঠিক না থাকলে সেই পানি শরীরের ক্ষতি করতে পারে।
পানি ফুটানো: সরাসরি বন্যার পানি ফুটানোর সময় বুদবুদ ওঠার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পানি বিশুদ্ধ হয়ে যায়। এর চেয়ে বেশি ফুটানো ঠিক নয়। কেননা এতে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে বিভিন্ন ক্ষতিকর উপাদানের মাত্রা বৃদ্ধি পায়। তাই এ ব্যাপারে একটু সচেতন থাকতে হবে।
প্রজন্মনিউজ২৪/এসএ
শিল্পী মানবেন্দ্রর বাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৮ জন কারাগারে
এবার চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হলো
যে কারণে চট্টগ্রামের ৫০ কারখানা সাময়িক বন্ধ
আবারও কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার
গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরাইলের
বগুড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ পুলিশ সদস্য আহত
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও
টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, যা বলল যুক্তরাষ্ট্র