প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৪ ১১:০৭:৪৩
নিউজ ডেস্ক: সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একযোগে সর্বাত্মক কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়। এমন পরিস্থিতিতে শিক্ষকনেতাদের সঙ্গে আজ বৃহস্পতিবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের যে বৈঠক হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে ওবায়দুল কাদেরের রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কথা বলা হচ্ছে।
আজসহ টানা চার দিন ধরে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা। এতে অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩৫টি পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম।
এমন পরিস্থিতিতে ছাত্রলীগের একজন সাবেক নেতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূইয়ার সঙ্গে যোগাযোগ করে শিক্ষকদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসার কথা বলেন ওবায়দুল কাদের। এই বৈঠক সামনে রেখে গতকাল বুধবার রাতে ফেডারেশনের একটি সভাও হয়। কিন্তু আজ সকালে সভাটি স্থগিত করা হয়েছে।
নিজামুল হক ভূইয়া আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ‘সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে আজকে আমাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্রীয় কাজে ওবায়দুল কাদেরের ব্যস্ততার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সকালে ফোন করে বিষয়টি জানিয়েছেন। তবে শিগগির ওবায়দুল কাদের আমাদের সঙ্গে বসবেন।’
প্রজন্মনিউজ২৪/এম আই
বোয়াও ফোরামের এবারের মূল আকর্ষণ ড. ইউনূস
স্বাধীনতা দিবস উপলক্ষে সেনাবাহিনীর ৩১ বার তোপধ্বনি
চীনের উদ্দেশে প্রধান উপদেষ্টার ঢাকা ত্যাগ
একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় : নাহিদ ইসলাম
শ্রদ্ধা-ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করছে জাতি
ইমরান খান কারও কাছে ক্ষমা চাইবেন না: পিটিআই
রাত পোহালেই আর্জেন্টিনা ব্রাজিল সুপার ক্ল্যাসিকো
শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত