প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৪ ০৭:৪৭:২৮
নিউজ ডেস্ক: নেদারল্যান্ডসের ৮ জন প্রকৌশলীর একটি দল বিশ্বের দীর্ঘতম বাইসাইকেল তৈরি করেছে। এটির দৈর্ঘ্য ১৮০ ফুট ১১ ইঞ্চি। এর আগে ২০২০ সালে বিশ্বের দীর্ঘতম বাইসাইকেল তৈরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বার্নি রায়ানের। তাঁর সাইকেলটির দৈর্ঘ্য ছিল ১৫৫ ফুট ৮ ইঞ্চি।
নেদারল্যান্ডসের প্রকৌশলীদের তৈরি বাইসাইকেলটির বৈশিষ্ট্য হচ্ছে, এটি সহজেই চালাতে পারেন কয়েকজন চালক। তবে এটি শহরে নিয়মিত ব্যবহারের উপযোগী নয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ৩৯ বছর বয়সী প্রকৌশলী ইভান শ্যাকের নেতৃত্বে এই বাইসাইকেল তৈরি হয়েছে। ছোটবেলা থেকেই তিনি এ রকম একটি সাইকেল তৈরি করার পরিকল্পনা করেছিলেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমি এ রকম একটি সাইকেল তৈরির কথা ভাবছিলাম। আমি একবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একটি বই পেয়েছিলাম, যেখানে আমি এই রেকর্ড দেখেছিলাম।’
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, গত ৬০ বছরে বিশ্বের দীর্ঘতম সাইকেলের রেকর্ড অনেকবার ভেঙেছে। ১৯৬৫ সালে প্রথম জার্মানির কোলনে ৮ মিটার দৈর্ঘ্যের সাইকেল তৈরি করে এই রেকর্ড ভাঙে। এরপর নিউজিল্যান্ড, ইতালি, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের দুটি দল এই রেকর্ড ভেঙেছে।
এই রেকর্ড নতুন করে গড়তে অবসর সময়কে কাজে লাগানোর পরিকল্পনা করেন ইভান। ২০১৮ সালে তিনি শুরু করেন দীর্ঘ বাইসাইকেল তৈরির কাজ। নিজের গ্রাম প্রিনসেনবিকের এক স্থানীয় অনুষ্ঠানে তিনি দলের বাকি সদস্যদের জোগাড় করেন। ইভান বলেন, ‘আমাদের এলাকাটি স্বেচ্ছাশ্রম ও উচ্চ প্রযুক্তিগত দক্ষতার জন্য সুপরিচিত। অন্যখানে লোকদের টিভির সামনে বসে অলস আড্ডা দিতে দেখবেন।
প্রজন্ম,নিউজ২৪/এসএ
একযোগে চাকরি ছাড়ার হুমকি ইসরায়েলি সেনাদের
আলোচিত‘রিসেট বাটন’নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক তুরাব হত্যা মামলা পিবিআইতে
গ্লোবাল সুপার লিগে খেলবে রংপুর রাইডার্স
বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস
চিকিৎসায় নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে সোমবার
ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা নেতানিয়াহুর