প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৪ ০৪:৪৫:৩১
অনলাইন ডেস্ক: গরম আসলেই ঘাম আ ঘামাছির সমস্যায় লোকজন ভুগতে শুরু করেন। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই প্রসাধনী ব্যবহার করে থাকে। কিন্তু বাজারে পাওয়া প্রসাধনি অনেক ক্ষেত্রেই ত্বকের জন্য উপকারি নয়। বরং তা ত্বকের জন্য ক্ষতিকর বলেই অভিমত অনেক ত্বক বিশেষজ্ঞের। তাই এই গরমে ঘামাছি থেকে মুক্তির জন্যর যা যা কেরতে পারেন।
মুলতানি মাটির প্যাক বানানো
চার টেবিল চা চামচ মুলতানি মাটি নিন। এবার এই মাটিতে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে ঘামাছির উপরে লাগান। শুকানোর অপেক্ষা করুন । তারপর ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা লাগালেও উপকার
ঘামাচির সমস্যা কমাতে অ্যালোভেরা অনেক উপকারি। ঘামাচির ওপর শুধু অ্যালোভেরার রস বা হলুদের সঙ্গে অ্যালোভেরার রস মেশানোর পর লাগান। প্যাক লাগানোর পর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
নিম পাতার ব্যবহারও আছে
ঘামাচির সমস্যা কমাতে উপকারী নিম পাতার ব্যবহারও। নিম পাতার রস করে গোলাপ জল মেশান। ওই মিশ্রণ ঘামাচির ওপর লাগাতে পারেন। ঘামাচি না চুলকে তার ওপর নিম ডাল বোলালেও আরাম পাবেন।
ফ্রিজে বরফ রাখুন
ফ্রিজে কমবেশি বরফ থাকেই। তবে আপনারা দরকার কিউব আকৃতির বরফ। একটি শুকনো কাপড়ে কয়েক টুকরো বরফ নিন। ঐ বরফ ১০-১৫ মিনিট ঘামাছির উপর লাগিয়ে রাখুন।
চন্দনের আরেকটি প্যাক
২ টেবিল চামচ চন্দনের গুড়োর সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মেশান। এই প্যাক ঘামাছির উপর লাগাতে পারেন। চন্দনের প্রলেপ ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।
প্রজন্মনিউজ২৪/এফএইচ
দুর্গাপূজার আইন-শৃংখলা পরিস্থিতি পরিদর্শন করেন রংপুর রেঞ্জ কমান্ডার
কোটচাঁদপুরে জাতীয়তাবাদী ছাত্রদল শাহরিয়ার ইমনের স্মরণে দোয়া
বাতিল করা হচ্ছে না প্রবাসীদের এনআইডি আবেদন
সুনামগঞ্জের সাবেক এমপি কারাগারে প্রেরন
পুলিশ অভিযানে মাদকসহ আসামী গ্রেফতার।
একযোগে চাকরি ছাড়ার হুমকি ইসরায়েলি সেনাদের
ভারতের আইকন, রতন টাটার শিক্ষাগত যোগ্যতা কী?
আজ থেকে ৪ দিন বন্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান