প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৩ ১১:২৪:৫৫
হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত দ্বিতীয় বঙ্গবন্ধু স্মৃতি কাপ আন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর চ্যাম্পিয়ন হয়েছে কৃষি অনুষদ।
রবিবার (১৯ নভেম্বর) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ - ১ এ কৃষি অনুষদ বনাম সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শুরুর ৪ মিনিটের সময় পল মার্ডির গোলে এগিয়ে যায় কৃষি অনুষদ। উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ১-০ গোলে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় কৃষি অনুষদ।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত ডীন, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. মাহাবুব হোসেন, হল সুপার, পরিচালকবৃন্দসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমকেও প্রাধান্য দিয়েছে। এরই অংশ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল কৃষি অনুষদকে অভিনন্দন জানান তিনি। সেইসাথে সামাজিক বিজ্ঞান অনুষদকে ভালো খেলে প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ উপহার প্রদানের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, সঠিকভাবে পড়াশোনার জন্য সুন্দর দেহ এবং সুন্দর মনের প্রয়োজনীয়তা অপরিসীম। আর খেলাধুলার মাধ্যমেই আমাদের দেহ ও মন ভালো থাকে। তিনি আশা প্রকাশ করে বলেন , আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে তাদের দেহ ও মনকে সুস্থ রাখবে এবং মাদকমুক্ত দেশ বিনির্মানে অংশগ্রহণ করবে।
টুর্নামেন্টে সেরা গোলরক্ষক নির্বাচিত হয় সজিব (কৃষি অনুষদ), সেরা গোলদাতা নির্বাচিত হয় তানজীম (সামাজিক বিজ্ঞান অনুষদ) এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় পল মার্ডি (কৃষি অনুষদ)।
প্রজন্মনিউজ২৪/এসআই
আয়ারল্যান্ডকে ১৮৫ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ
উদ্যোক্তার হাট এ্যাওয়ার্ড পেলেন ১৪০ জন উদ্যোক্তা
বিশ্বের শীর্ষ ১০টি বড় চিরহরিৎ বন
হাসপাতালে আসাদুজ্জামান নূরকে দেখেই কিল-ঘুসি আহত শিক্ষার্থীদের
ব্যর্থ হলে কারোরই অস্তিত্ব রাখবে না খুনি হাসিনা : সারজিস
ভিনিসিউকে বর্ণবাদী গালি দিয়ে নিষিদ্ধ হলেন নাবালক দর্শক
একুশে আগস্ট গ্রেনেড হামলা: হাইকোর্টের রায় রবিবার
বেশী দামের আশায় সিরাজগঞ্জের যমুনা চরে ব্যাপক কাঁচা মরিচ চাষ