প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৩ ০৬:৫০:৫০
অনলাইন ডেস্ক: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ‘ডিসকাভার ইংলিশ ২০২৩: স্টুডেন্ট কনফারেন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার’শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) এআইইউবি এবং টিসল সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় এই কনফারেন্স হয়। কনফারেন্সে সারা দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের বিএ, এমএ এবং এমফিলের শিক্ষার্থীদের মোট ১২৮টি গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ। অনুষ্ঠানে বক্তব্য দেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এআইইউবির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এম হামিদুল হক এবং টিসল সোসাইটি অব বাংলাদেশের পক্ষে অধ্যাপক সাঈদুর রহমান।
অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন কানাডার আলবার্টা ইউনিভার্সিটির শিক্ষার্থী জন পল সীমান্ত সরকার। কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের আটটি গবেষণাপত্র নির্বাচিত এবং পুরস্কৃত করা হয়। এ সময় এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. আবদুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রজন্মনিউজ২৪/কেএমআই
বিশ্ব সেরা হতে চাইলে কোহলিকে ফলো করতে হবে: লারা
সহিংসতায় বর্তমান ও সাবেক ক্ষমতাসীনরা দায়ি : মোমিন মেহেদী
জবির কলা অনুষদের ডিন : হোসনে আরা বেগম
যশোরে তিন আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল
এসপি সলিউশন লিমিটেডের আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
নোটিশ পেয়ে দুঃখ পাওয়ার কথা থাকলেও আনন্দিত: শামীম ওসমান
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাহি বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল