প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৩ ০৫:২৯:২৯
অনলাইন ডেস্ক: ভারতের আহমেদাবাদে চলছে বিশ্বকাপের ফাইনাল। টুর্নামেন্ট শুরুর আগে এই ফাইনালের জন্য পাকিস্তানকে ফেবারিট ধরে রেখেছিলেন অনেকেই। কিন্তু বিশ্বকাপ শুরুর পর পাকিস্তানকে দেখা যায়নি চেনা ছন্দে। সেরা চারের বাইরে ছিল দলটি। এমনকি ব্যর্থতার দায়ে অধিনায়কের পদটাও ছেড়ে দিয়েছেন বাবর আজম।
তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া বাবর বিশ্বকাপ ফাইনালের দিনও ব্যস্ত আছেন খেলাধুলা নিয়েই। তবে এই খেলা ব্যাট আর বলে না। বাবর এখন খেলছেন গলফ। শৌখিন এই খেলা নিয়ে তাকে বেশ সিরিয়াসও দেখা গেল এদিন।
গলফ খেলার এই ছবি পোস্ট করেছেন বাবর আজম নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গলফ খেলার ছবি পোস্ট করেছেন তিনি। উল্লেখ করেছেন গলফ ডে হিসেবে।
শৌখিন খেলা হিসেবে গলফের প্রতি অনেকেরই ঝোঁক দেখা গিয়েছে এর আগে। ফুটবল জগতের প্রথম হান্ড্রেড মিলিয়ন ম্যান গ্যারেথ বেল তো অবসরের পর পুরোদস্তুত গলফে নাম লিখিয়েছেন। বাবর আজম অবশ্য তেমন পরিস্থিতি থেকে অনেক অনেক দূরে। মাত্র ২৯ বছর বয়েসী বাবর এখন আছেন ক্যারিয়ারের মধ্যগণনে।
এর আগে অধিনায়কত্ব ছেড়ে দিলেও তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন বাবর আজম। ডানহাতি এই ব্যাটার পাকিস্তানের জার্সিতে ৪৯ টেস্ট, ১১৭ ওয়ানডে এবং ১০৪ টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৯ থেকে টানা চার বছর ছিলেন দলের অধিনায়কের দায়িত্বে।
প্রজন্মনিউজ২৪/এফএ
সহিংসতায় বর্তমান ও সাবেক ক্ষমতাসীনরা দায়ি : মোমিন মেহেদী
জবির কলা অনুষদের ডিন : হোসনে আরা বেগম
যশোরে তিন আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল
নোটিশ পেয়ে দুঃখ পাওয়ার কথা থাকলেও আনন্দিত: শামীম ওসমান
মাহি বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল
পাবনা-২ আসনে সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
আইফেল টাওয়ারের পাশে ছুরিকাঘাত, জার্মান পর্যটক নিহত
খুলনায় ৬টি আসনেই শক্ত প্রতিদ্বন্দ্বীহীন আ.লীগ